পূর্ণেন্দু বাসু

ভারতীয় রাজনীতিবিদ

পূর্ণেন্দু বাসু একজন ভারতীয় রাজনীতিবিদ এবং পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন কৃষিমন্ত্রী।[১] তিনি ২০১১ এবং ২০১৬ পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভা নির্বাচনে রাজারহাট গোপালপুর কেন্দ্র থেকে নির্বাচিত একজন বিধায়কও ছিলেন। বর্তমানে তিনি পশ্চিমবঙ্গ স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন ফর স্কিল ডেভেলপমেন্টের চেয়ারপার্সন

কর্মজীবন সম্পাদনা

রাজারহাট গোপালপুরের বিধায়ক সম্পাদনা

তিনি ২০১১ এবং ২০১৬ পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভা নির্বাচনে রাজারহাট গোপালপুর কেন্দ্র থেকে নির্বাচিত বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।[২][৩][৪] এবং ২০২১ সালের নির্বাচনে অদিতি মুন্সির স্থলাভিষিক্ত হন।

পশ্চিমবঙ্গের মন্ত্রী সম্পাদনা

তিনি ২০১৪ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় পশ্চিমবঙ্গ সরকারের কৃষিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন, যখন তিনি আশিস বন্দ্যোপাধ্যায়ের স্থলাভিষিক্ত হন।[১]

তিনি ২০১১ - ২০১৪ সালের মধ্যে পশ্চিমবঙ্গ সরকারের প্রথম মমতা ব্যানার্জি মন্ত্রিসভায় শ্রম মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন এবং মলয় ঘটকের স্থলাভিষিক্ত হন।[১]

তিনি ২০১১-২০১৬ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন মন্ত্রী হিসাবেও দায়িত্ব পালন করেন এবং অসীমা পাত্রের স্থলাভিষিক্ত হন এবং আবার ২০১৭ – ২০২১ থেকে হুমায়ুন কবির তার স্থলাভিষিক্ত হন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Asish Banerjee replaces Purnendu Basu as state Agriculture minister"millenniumpost.in (ইংরেজি ভাষায়)। ৬ সেপ্টেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০২০ 
  2. "Mamata allots portfolios, keeps key ministries"। ২৫ মে ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০১১ 
  3. Dasgupta, Abhijit (২২ মে ২০০৯)। "All the Didi's men"। India Today। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০১৯ 
  4. "Ministers in Mamata's Cabinet"Government of West Bengal। ২১ মে ২০১১। ৫ অক্টোবর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ মে ২০১১ 

বহিঃসংযোগ সম্পাদনা