পূরবী মুখোপাধ্যায়

পূরবী মুখোপাধ্যায় (অন্যভাবে পূরবী মুখার্জি[১], ১৯৩৪[২] – ৪ ডিসেম্বর ২০১৭) ছিলেন একজন প্রথিতযশা ভারতীয় বাঙালি রবীন্দ্রসঙ্গীত শিল্পী। তিনি ছিলেন পশ্চিমবঙ্গের বাসিন্দা।[৩][৪][৫] তিনি রবীন্দ্রসঙ্গীত ছাড়াও অন্যান্য সঙ্গীতকারের লেখা গান গেয়েছেন।

তাঁর সঙ্গীত-গুরু ছিলেন শান্তিনিকেতনের কিংবদন্তি শিল্পী দেবব্রত বিশ্বাস। তিনি তাঁর গুরুর সঙ্গে কলকাতার বিভিন্ন অনুষ্ঠানে দ্বৈত সঙ্গীত পরিবেশন করে সুনাম কুড়িয়েছেন। তিনি পরবর্তীকালে বিশ্বভারতীর পরীক্ষক হিসেবেও দক্ষতার সঙ্গে কাজ করেন। তিনি আকাশবাণী ও দূরদর্শনে নিয়মিত সঙ্গীত পরিবেশন করেছেন। তিনি অসংখ্য গান গেয়েছেন। তাঁর বহু রেকর্ড (অ্যালবাম) শ্রোতাদের মুগ্ধ করে।[৩][৪]

তিনি ২০১৭ সালের ৪ ডিসেম্বর ৮৩ বছর বয়সে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।[৩][৪][৬] তিনি একজন কন্যা সন্তান রেখে গেছেন।[৩]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Purabi Mukherjee biography"Last.fm (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৯-০৩ 
  2. "৪ ডিসেম্বর"বরিশাল পিডিয়া। ২০২১-০৮-১৯। ২০২২-০৯-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৯-০৩ 
  3. "রবীন্দ্রসঙ্গীত শিল্পী পূরবী মুখোপাধ্যায়ের জীবনাবসান"EI Samay। সংগ্রহের তারিখ ২০২২-০৯-০৩ 
  4. চলে গেলেন পূরবী মুখোপাধ্যায়, কলকাতা প্রতিনিধি, ৫ ডিসেম্বর ২০১৭, প্রথম আলো।
  5. "চলে গেলেন পূরবী মুখোপাধ্যায়"Zee24Ghanta.com। ২০১৭-১২-০৪। সংগ্রহের তারিখ ২০২২-০৯-০৩ 
  6. "Singer Purabi Mukhopadhyay passes away - Times of India"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৯-০৩ 

বহিঃসংযোগ সম্পাদনা