পুষ্পকরথ (সাহিত্য পত্রিকা)

পুষ্পকরথ হল কবিতা ও নন্দন ভাবনার বাংলা লিটল ম্যাগাজিন। হাফিজ রশিদ খান সম্পাদিত[১] এই পত্রিকাটি ১৯৯৩ সালে প্রথম বাংলাদেশের চট্টগ্রাম থেকে প্রকাশিত হয়। ২০১৫ সাল নাগাদ পত্রিকাটির ৮টি সংখ্যা প্রকাশিত হয়েছে।

পুষ্পকরথ
সম্পাদকহাফিজ রশিদ খান
বিভাগলিটল ম্যাগাজিন
প্রকাশকপুষ্পকরথ
প্রতিষ্ঠাতাহাফিজ রশিদ খান
প্রতিষ্ঠার বছর১৯৯৩; ৩১ বছর আগে (1993)
প্রথম প্রকাশ১৯৯৩; ৩১ বছর আগে (1993)
দেশবাংলাদেশ বাংলাদেশ
ভিত্তিকবিতানন্দনতত্ত্ব
ভাষাবাংলা

পুরস্কার ও সম্মাননা সম্পাদনা

সাহিত্য পত্রিকাটি কলিকাতা লিটল ম্যাগাজিন লাইব্রেরি ও গবেষণা কেন্দ্র কর্তৃক লিটল ম্যাগাজিন পুরস্কার লাভ করে।[২][৩] এছাড়াও চিহ্ন ফাউন্ডেশন কর্তৃক বিশেষ সম্মাননা পায়।

তথ্যসূত্র সম্পাদনা

  1. তাপস, সবুজ (১৫ ফেব্রুয়ারি ২০১২)। "ছোটকাগজ ও বড়কাগজ সম্পর্কে জানুন"bdnews24। ৩ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০২২ 
  2. বখতিয়ার, এস.এম. (২৩ মার্চ ২০১৮)। "হাফিজ রশিদ খান কবিতার ধ্রুবতারা"। Chittagong: Newschittagong24.com। ১ জুলাই ২০২০ তারিখে মূল (web) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০১৮ 
  3. "হাফিজ রশিদ খানের 'নগর ভাগাড়ে'"। সিভয়েস। ২২ এপ্রিল ২০২১। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০২২