পুশিং টিন
পুশিং টিন (ইংরেজি: Pushing Tin) হচ্ছে ১৯৯৯ সালে নির্মিত মাইক নিউওয়েল পরিচালিত একিট কমেডি-নাট্য চলচ্চিত্র। এখানে দেখা যায় একজন এয়ার ট্রাফিক কন্ট্রোলার (জন কুস্যাক), তাঁর কলিগের (বিলি বব থর্নটন) সাথে ঝগড়ায় জড়িয়ে পড়ে। ঝগড়ার বিষয় ছিলো ‘কে একজন পুরুষের থেকেও বেশি কিছু’। মুক্তি পাবার পর চলচ্চিত্রটি মিশ্র প্রতিক্রিয়া লাভ করে। রোটেন টম্যাটোসে এর র্যাঙ্কিং হয় ৫০তম,[১] যেখানে বক্স অফিসে এটা ছিলো ৪ নম্বরে। যুক্তরাষ্ট্রে চলচ্চিত্রটি আয় করে মাত্র ৮৪ লাখ ডলার, যেখানে বিশ্বব্যাপী এটির আয় ছিলো ৩ কোটি ৩০ লাখ মার্কিন ডলার।[২]
পুশিং টিন | |
---|---|
![]() | |
পরিচালক | মাইক নিউওয়েল |
প্রযোজক | আর্ট লিনসন |
রচয়িতা | ডার্সি ফ্রে গ্লেন চার্লস লেস চার্লস |
শ্রেষ্ঠাংশে | জন কুস্যাক বিলি বব থর্নটন কেট ব্লানশেট অ্যাঞ্জেলিনা জোলি জ্যাক ওয়েবার |
সুরকার | অ্যানি ড্যাডলে ক্রিস সিফ্রিড |
চিত্রগ্রাহক | গেইল ট্যাটারসাল |
সম্পাদক | জন গ্রেগরি |
প্রযোজনা কোম্পানি | |
পরিবেশক | টুয়েন্টিন্থ সেঞ্চুরি ফক্স |
মুক্তি | ২৩ এপ্রিল, ১৯৯৯ |
দৈর্ঘ্য | ১১৯ মিনিট |
ভাষা | ইংরেজি |
তথ্যসূত্র সম্পাদনা
বহিঃসংযোগ সম্পাদনা
উইকিউক্তিতে পুশিং টিন সম্পর্কিত উক্তির সংকলন রয়েছে।