পুলওয়ামা জেলা

জম্মু ও কাশ্মিরের একটি জেলা

পুলওয়ামা জেলা ভারতের জম্মু ও কাশ্মীরের একটি জেলা। পুলওয়ামা জেলা রাজধানী ও প্রধান শহর। আইনশৃঙ্খলা রক্ষণাবেক্ষণ, বৃহত্তর নজরদারি, অধিক কার্যকর নিয়ন্ত্রণ এবং এলাকার সুষম উন্নয়নের লক্ষ্যে ১৯৭৯ সালে পুলওয়ামা জেলা গঠিত হয়। জেলাটি কাশ্মির উপত্যকার কেন্দ্রস্থলে অবস্থিত এবং এটি দুঃসাহসিক পর্যটকদের জন্য একটি বিশ্রামমূলক জায়গা কারণ এখানকার প্রচুর পরিমাণ পানি এবং অতিথিপরায়ন গ্রামাঞ্চল। ধানের উৎপাদনের জন্য জেলাটিকে কাশ্মিরের চালের বাটি হিসেবে ডাকা হয়।

পুলওয়ামা জেলা
জম্মু ও কাশ্মীরের জেলা
জম্মু ও কাশ্মীরে পুলওয়ামার অবস্থান
জম্মু ও কাশ্মীরে পুলওয়ামার অবস্থান
দেশভারত
রাজ্যজম্মু ও কাশ্মীর
সদরদপ্তরপুলওয়ামা
সরকার
 • লোকসভা কেন্দ্রAnantnag
আয়তন
 • মোট১,০৮৬ বর্গকিমি (৪১৯ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট৫,৬০,৪৪০[১]
 • পৌর এলাকা৮০,৪৬২
জনতাত্ত্বিক
 • সাক্ষরতা63.48
 • লিঙ্গানুপাত৯১২
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট
ইসলামী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

ইতিহাস সম্পাদনা

১৯৭৯ সালে কাশ্মীর উপত্যকায় আইনশৃঙ্খলার উন্নয়ন ও এলাকার সুষম বণ্টনের লক্ষ্যে পুলওয়ামা জেলা গঠিত হয়।

প্রশাসনিক বিভাগ সম্পাদনা

পুলওয়ামা জেলা ৭টি তহশিল নিয়ে গঠিত:[২]

জনসংখ্যা সম্পাদনা

২০১১ সালের ভারতীয় জনগনণা অনুসারে পুলওয়ামা জেলার মোট জনসংখ্যা হল ৫৭০,০৬০ জন,[১] যা প্রায় সলোমন দ্বীপপুঞ্জের সমান বা মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়োমিংয়ের সমান। ভারতে ৬৪০টি জেলার মধ্যে এটি ৫৩৫তম জনবহুল জেলা।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "District Census 2011"। Census2011.co.in। ২০১১। সংগ্রহের তারিখ ২০১১-০৯-৩০ 
  2. "Archived copy"। ২০১৪-০৫-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-১২-১৭