পুরাতন রাজকীয় প্রাসাদ

হেলেনিক সংসদ ভবন, পূর্বের একটি রাজকীয় প্রাসাদ

ওল্ড রয়্যাল প্যালেস হল আধুনিক গ্রিসের প্রথম রাজকীয় প্রাসাদ, যার নির্মাণ কার্য ১৮৪৩ খ্রিস্টাব্দে সম্পন্ন হয়। এই ভবনে ১৯৪৩ খ্রিস্টাব্দে হেলেনিক সংসদ স্থাপন করা হয়। ওল্ড প্যালেসটি আধুনিক এথেন্সের কেন্দ্রস্থলে সিনতাগমা স্কোয়ারের দিকে মুখ করে অবস্থিত।

পুরাতন রাজকীয় প্রাসাদ
Παλαιά Ανάκτορα
পুরাতন রাজকীয় প্রাসাদ এথেন্স-এ অবস্থিত
পুরাতন রাজকীয় প্রাসাদ
এথেন্সে অবস্থান
সাধারণ তথ্য
স্থাপত্য রীতিগ্রিক পুনরুজ্জীবন (এক প্রকার নব্য-ধ্রুপদীবাদ)
অবস্থানঅ্যাথেন্স, গ্রিস
বর্তমান দায়িত্বহেলেনিক সংসদ
নির্মাণকাজের আরম্ভ১৮৩৬
উদ্বোধন১৮৪৩
গ্রাহকবাভারিয়ার প্রথম লুডভিগ
নকশা এবং নির্মাণ
স্থপতিফ্রেডরিখ ফন গার্টনার
ওয়েবসাইট
www.hellenicparliament.gr

ইতিহাস সম্পাদনা

বাভারিয়ার স্থপতি ফ্রেডরিখ ফন গার্টনার গ্রিসের রাজা অথোনের জন্য অথোনের পিতা বাভারিয়ার রাজা প্রথম লুডভিগ দ্বারা দান করা তহবিলের মাধ্যমে প্রাসাদটির নকশা করেছিলেন। পূর্ববর্তী প্রস্তাবগুলি ওমোনোইয়া স্কোয়ার, কেরামিকস এবং এমনকি এথেন্সের অ্যাক্রোপলিসের শীর্ষে নতুন প্রাসাদটিকে স্থাপন করেছিল। নির্মাণ কাজ ১৮৩৬ খ্রিস্টাব্দে শুরু হয় এবং ১৮৪৩ খ্রিস্টাব্দে শেষ হয়।[১]

গ্রন্থপঞ্জি সম্পাদনা

  • কারদামিৎসি-আদামি, মারো (২০০৯)। প্যালেসেস ইন গ্রিস। মেলিসা বুকস। আইএসবিএন 978-960-204-289-2 

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Old Palace (today the Greek Parliament)"Contemporary Monuments Database। National Hellenic Research Foundation। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০২২ 

বহিঃসংযোগ সম্পাদনা