পুয়ের্তো রিকান ফুটবল ফেডারেশন

পুয়ের্তো রিকো ফুটবল এর নিয়ন্ত্রণকারী সংস্থা

পুয়ের্তো রিকান ফুটবল ফেডারেশন (স্পেনীয়: Federación Puertorriqueña de Fútbol, ইংরেজি: Puerto Rican Football Federation; এছাড়াও সংক্ষেপে পিআরএফএফ নামে পরিচিত) হচ্ছে পুয়ের্তো রিকোর ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯৪০ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ২০ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ২৪ বছর পর ১৯৬৪ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা কনকাকাফের সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে অবস্থিত।

পুয়ের্তো রিকান ফুটবল ফেডারেশন
কনকাকাফ
প্রতিষ্ঠিত১৯৪০; ৮৪ বছর আগে (1940)[১]
সদর দপ্তরসান হুয়ান, পুয়ের্তো রিকো
ফিফা অধিভুক্তি১৯৬০[১]
কনকাকাফ অধিভুক্তি১৯৬৪[২]
সভাপতিপুয়ের্তো রিকো ইভান রিভেরা গুতিয়েরেজ
সহ-সভাপতি
  • পুয়ের্তো রিকো আন্তোনিও লোপেস
  • পুয়ের্তো রিকো হোসে মার্তিনেস
ওয়েবসাইটwww.fedefutbolpr.com

এই সংস্থাটি পুয়ের্তো রিকোর পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২০ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে লিগা পুয়ের্তো রিকো, লিগা পুয়ের্তো রিকো ফেমেনিনো এবং কোপা লুইস ভিয়ারেয়োর মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে পুয়ের্তো রিকান ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন ইভান রিভেরা গুতিয়েরেজ এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন মারিয়া ইনেস লুগো।

কর্মকর্তা

সম্পাদনা
৯ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[১]
অবস্থান নাম
সভাপতি ইভান রিভেরা গুতিয়েরেজ
সহ-সভাপতি আন্তোনিও লোপেস
হোসে মার্তিনেস
সাধারণ সম্পাদক মারিয়া ইনেস লুগো
কোষাধ্যক্ষ রাউল রিভেরা
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক জেসিনা আন্দিনো
প্রযুক্তিগত পরিচালক মাক্সিমিলিয়ানো তোরলাকোফ
ফুটসাল সমন্বয়কারী মিলতোন অরতিস
জাতীয় দলের কোচ (পুরুষ) এলগি মোরালেস
জাতীয় দলের কোচ (নারী)
রেফারি সমন্বয়কারী জেসুস লেবরন

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "অ্যাসোসিয়েশনের তথ্য"fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ২৪ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০২০ 
  2. "Jamaica get 1966 soccer tourney"Kingston Gleaner। ২ এপ্রিল ১৯৬৪। 

বহিঃসংযোগ

সম্পাদনা