পুনথোত্তম আছান নাম্বুদিরি

ভারতীয় লেখক

পুনথোত্তম আছান নাম্বুদিরি (পুনথোত্তম পরমেশ্বরন নাম্বুদিরি নামেও পরিচিত) (১৮২১-১৮৬৫) মালয়ালম সাহিত্যের ভেনমানি স্কুলের একজন কবি ছিলেন।

নাম্বুদিরি ১৮২১ সালে পালাক্কাদ জেলার কিল্লিক্কুরুসিমঙ্গলামে জন্মগ্রহণ করেন। তিনি কোডুঙ্গালুর থেকে ভেনমানি আছান নাম্বুদিরিপাদের ঘনিষ্ঠ বন্ধু এবং সহযোগী ছিলেন।

নাম্বুদিরি ছিলেন একজন প্রতিভাবান কবি যার রচনার মধ্যে রয়েছে অম্বরীশা চরিথাম (ওটান থুল্লাল), কালকেয়া ভাধাম (সীথাঙ্কন থুল্লাল), শ্যামান্থকাম (আটক্কথা) এবং কয়েকটি মুক্তকাম । তাঁর পুত্র দামোদরন নাম্বুদিরিও একজন কবি ছিলেন এবং পুনথোত্তম মহন নাম্বুদিরি নামে পরিচিত ছিলেন। [১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Namboothiris and the Malayalam Literature"namboothiri.com। সংগ্রহের তারিখ ২০২২-০২-১১