পুতলা ঘর
পুতলা ঘর (ইংরেজি: Putala Ghar) ১৯৭৬ সালে মুক্তিপ্রাপ্ত সমরেন্দ্র নারায়ণ দেব পরিচালিত একটি সাদাকালো ছবি। ছবিটি প্রযোজনা করেছিলেন মঙ্গলদৈ-এর ইউনাইটেড প্রোডাকশন। সঙ্গীত তফজ্জুল আলির।[১]
পুতলা ঘর Putala Ghar | |
---|---|
পরিচালক | সমরেন্দ্র নারায়ণ দেব |
প্রযোজক | ইউনাইটেড প্রোডাকশন |
চিত্রনাট্যকার | সমরেন্দ্র নারায়ণ দেব |
কাহিনিকার | সমরেন্দ্র নারায়ণ দেব |
শ্রেষ্ঠাংশে | তচদ্দূক ইউসুফ কাশ্মিরী শইকীয়া |
সুরকার | তফজ্জুল আলি |
চিত্রগ্রাহক | পিন্টু দাসগুপ্ত |
সম্পাদক | গোবিন্দ চ্যাটার্জী |
প্রযোজনা কোম্পানি | |
পরিবেশক | পিপলচ ফিল্ম (আসাম) |
মুক্তি | ১৯৭৬ |
দেশ | ভারত |
ভাষা | অসমীয়া |
কাহিনী
সম্পাদনাকলা-কুশলী
সম্পাদনা- কাহিনী, চিত্রনাট্য, পরিচালনা- সমরে্ন্দ্র নারায়ণ দেব
- ক্যামেরা- পিন্টু দাসগুপ্ত
- সম্পাদনা- গোবিন্দ চ্যাটার্জী
- শব্দগ্রহণ- পিযুষকান্তি রয়
- সঙ্গীত গ্রহণ এবং শব্দ পুনর্যোজনা- সত্যেন চ্যাটার্জী
- শিল্প নির্দেশন- ভবেন ডেকা, হেমন্ত দত্ত
- নৃত্য- নবীন বরা
- রূপসজ্জা- বংশী দাস[১]
অভিনয় শিল্পী
সম্পাদনা- তচদ্দূক ইউসুফ (মৌজাদার)
- মুকুল (কমল)
- কাশ্মিরী শইকীয়া (বেউলা)
- নিবেদিতা (রীণা)
- অবনী দত্ত, বিপ্লব রয়, আবদুল্লা মাসমুদ, আশুতোষ চৌধুরী, হবিবর রহমান, অনুপ দাস, বিনীতা শহরীয়া, রীণা শইকীয়া[১]
গান
সম্পাদনাপুতলা ঘরের সঙ্গীত এবং গান রচনা তফজ্জুল আলির।[২] জ্যোতিপ্রসাদ আগরওয়ালার একটি গান ছবিটিতে অন্তর্ভুক্ত হয়েছে।[৩] কণ্ঠ দিয়েছেন - অনিমা চৌধুরী, নির্মলা মিশ্র এবং দ্বিপেন বরুয়া।[২]
ক্রমিক নং |
গানের শীর্ষ | গানিকার | কণ্ঠ |
---|---|---|---|
১ | লুকাভাকু খেলো আহা লিহিরি বনতে, লরি লরি ফুরো আহা খরালি চাপরিতে | তফজ্জুল আলি | অনিমা চৌধুরী, নির্মলা মিশ্র |
২ | বৃন্দাবন ত্যেজি কৃষ্ণ মথুরাক গিয়েল, দুপরর বেলি যেন থিতাতে লুকাইল | তফজ্জুল আলি | অনিমা চৌধুরী |
৩ | পুতলা ঘরের পুতলা আমি খেলারে লগরী বাচি ললো, দুদিন খেলি আমনি মিশে কোন কেনিবাদি যায় গুছি | তফজ্জুল আলি | দ্বিপেন বরুয়া |
৪ | চোবা চোবা কথা কোবা, মনে মনে কিয় তুমি কিয় থাকানো, মিচিকি মিচিকি কিয় হাঁহানো | তফজ্জুল আলি | দ্বিপেন বরুয়া |
৫ | নূপুরে মাতে রুণজুণ নূপুরে মাতে, সখী যাবর বেলি আমার হিয়াটো বিষাদে ছাটে সখী বিষাদে ছাটে | জ্যোতিপ্রসাদ আগরওয়ালা | দ্বিপেন বরুয়া |
পুরস্কার এবং সম্মান
সম্পাদনাছবিটি ১৯৭৬র ২৪তম জাতীয় চলচ্চিত্র উৎসবে অসমীয়া ভাষার শ্রেষ্ঠ ছবির বিভাগে রজত কমল পুরস্কার লাভ করেন।[তথ্যসূত্র প্রয়োজন]
বহিঃসংযোগ
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ Cast & Crew: Putala Ghar।
- ↑ ক খ Babul Das (১৯৮৫)। অসমীয়া ছায়াছবির গানের সংকলন। Bani Mandir, Dibrugarh। পৃষ্ঠা 251।
- ↑ 70's Freshers' Social in Colleges of Assam: Putala Ghar (1976)।