পুতলা ঘর (ইংরেজি: Putala Ghar) ১৯৭৬ সালে মুক্তিপ্রাপ্ত সমরেন্দ্র নারায়ণ দেব পরিচালিত একটি সাদাকালো ছবি। ছবিটি প্রযোজনা করেছিলেন মঙ্গলদৈ-এর ইউনাইটেড প্রোডাকশন। সঙ্গীত তফজ্জুল আলির[]

পুতলা ঘর
Putala Ghar
পরিচালকসমরেন্দ্র নারায়ণ দেব
প্রযোজকইউনাইটেড প্রোডাকশন
চিত্রনাট্যকারসমরেন্দ্র নারায়ণ দেব
কাহিনিকারসমরেন্দ্র নারায়ণ দেব
শ্রেষ্ঠাংশেতচদ্দূক ইউসুফ
কাশ্মিরী শইকীয়া
সুরকারতফজ্জুল আলি
চিত্রগ্রাহকপিন্টু দাসগুপ্ত
সম্পাদকগোবিন্দ চ্যাটার্জী
প্রযোজনা
কোম্পানি
পরিবেশকপিপলচ ফিল্ম (আসাম)
মুক্তি১৯৭৬
দেশভারত ভারত
ভাষাঅসমীয়া

কাহিনী

সম্পাদনা

কলা-কুশলী

সম্পাদনা
  • কাহিনী, চিত্রনাট্য, পরিচালনা- সমরে্ন্দ্র নারায়ণ দেব
  • ক্যামেরা- পিন্টু দাসগুপ্ত
  • সম্পাদনা- গোবিন্দ চ্যাটার্জী
  • শব্দগ্রহণ- পিযুষকান্তি রয়
  • সঙ্গীত গ্রহণ এবং শব্দ পুনর্যোজনা- সত্যেন চ্যাটার্জী
  • শিল্প নির্দেশন- ভবেন ডেকা, হেমন্ত দত্ত
  • নৃত্য- নবীন বরা
  • রূপসজ্জা- বংশী দাস[]

অভিনয় শিল্পী

সম্পাদনা
  • তচদ্দূক ইউসুফ (মৌজাদার)
  • মুকুল (কমল)
  • কাশ্মিরী শইকীয়া (বেউলা)
  • নিবেদিতা (রীণা)
  • অবনী দত্ত, বিপ্লব রয়, আবদুল্লা মাসমুদ, আশুতোষ চৌধুরী, হবিবর রহমান, অনুপ দাস, বিনীতা শহরীয়া, রীণা শইকীয়া[]

পুতলা ঘরের সঙ্গীত এবং গান রচনা তফজ্জুল আলির[] জ্যোতিপ্রসাদ আগরওয়ালার একটি গান ছবিটিতে অন্তর্ভুক্ত হয়েছে।[] কণ্ঠ দিয়েছেন - অনিমা চৌধুরী, নির্মলা মিশ্র এবং দ্বিপেন বরুয়া[]

ক্রমিক
নং
গানের শীর্ষ গানিকার কণ্ঠ
লুকাভাকু খেলো আহা লিহিরি বনতে, লরি লরি ফুরো আহা খরালি চাপরিতে তফজ্জুল আলি অনিমা চৌধুরী, নির্মলা মিশ্র
বৃন্দাবন ত্যেজি কৃষ্ণ মথুরাক গিয়েল, দুপরর বেলি যেন থিতাতে লুকাইল তফজ্জুল আলি অনিমা চৌধুরী
পুতলা ঘরের পুতলা আমি খেলারে লগরী বাচি ললো, দুদিন খেলি আমনি মিশে কোন কেনিবাদি যায় গুছি তফজ্জুল আলি দ্বিপেন বরুয়া
চোবা চোবা কথা কোবা, মনে মনে কিয় তুমি কিয় থাকানো, মিচিকি মিচিকি কিয় হাঁহানো তফজ্জুল আলি দ্বিপেন বরুয়া
নূপুরে মাতে রুণজুণ নূপুরে মাতে, সখী যাবর বেলি আমার হিয়াটো বিষাদে ছাটে সখী বিষাদে ছাটে জ্যোতিপ্রসাদ আগরওয়ালা দ্বিপেন বরুয়া

পুরস্কার এবং সম্মান

সম্পাদনা

ছবিটি ১৯৭৬র ২৪তম জাতীয় চলচ্চিত্র উৎসবে অসমীয়া ভাষার শ্রেষ্ঠ ছবির বিভাগে রজত কমল পুরস্কার লাভ করেন।[তথ্যসূত্র প্রয়োজন]

বহিঃসংযোগ

সম্পাদনা
  1. অসমীয়া উইকিউৎসে 'নূপুরে মাতে রুনজুন' শীর্ষক গানটির সম্পূর্ণ পাঠ্য[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Cast & Crew: Putala Ghar 
  2. Babul Das (১৯৮৫)। অসমীয়া ছায়াছবির গানের সংকলন। Bani Mandir, Dibrugarh। পৃষ্ঠা 251। 
  3. 70's Freshers' Social in Colleges of Assam: Putala Ghar (1976) 

টেমপ্লেট:অসমীয়া ভাষার শ্রেষ্ঠ ছবির জাতীয় পুরস্কার