পীর আলীর সমাধি

(পীর আলীর মাজার থেকে পুনর্নির্দেশিত)

পীর আলীর সমাধি বাগেরহাট জেলা সদরে অবস্থিত একটি প্রাচীন কবর। এখানে মুসলিম সাধক মোহাম্মদ তাহের আলী পীরকে কবর দেওয়া হয়েছিল।

পীর আলীর সমাধি
ধরনপ্রত্নতাত্ত্বিক নিদর্শন
অবস্থানবাগেরহাট সদর
অঞ্চলবাগেরহাট জেলা

ইহিতাস সম্পাদনা

পীর আলী মোহাম্মদ তাহের খা,ন জাহান আলীর প্রিয় পাত্র ছিলেন। তিনি পূর্বে ব্রাহ্মণ ছিলেন ও খান জাহানের হাত ধরে মুসলমান ধর্মে দীক্ষিত হয়েছিলেন বলে জনশ্রুতি রয়েছে। তখন থেকেই পিরালী ব্রাহ্মণ শব্দের উৎপত্তি। এর ফলে খান জাহান তাকে তার রাজ্যে প্রধান উজির বা কারো কারো মতে, কোন একটি এলাকার শাসনের দায়িত্ব দিয়েছিলেন। ব্রাহ্মণ থাকাকালে তার নাম গোবিন্দ লাল রায় ছিল বলেও জনশ্রুতি রয়েছে।[১]

অবকাঠামো সম্পাদনা

বাগরে হাটের খান জাহান আলী সমাধির কাছেই পশ্চিমপাশে পীর আলীর সমাধিটি অবস্থিত। এটি দেখতে অনেকটাই খান জাহানের সমাধির মত। ধূসর বর্ণের সমাধিটি পাথরে আবৃত।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "পুরাকীর্তির সংক্ষিপ্ত বর্ণনা - Bagerhat District - বাগেরহাট জেলা"। ৩০ জানুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০১৬