পীরগঞ্জ পৌরসভা, রংপুর

রংপুর জেলার একটি পৌরসভা

পীরগঞ্জ পৌরসভা বাংলাদেশের রংপুর বিভাগের রংপুর জেলার অন্তর্গত একটি পৌরসভা।

অবস্থান সম্পাদনা

রংপুর জেলা হতে ৪৫ কি:মি: দক্ষিণ দিকে অবস্থিত। ভৌগোলিক অবস্থান ২৫.৪১৫২৭৭৭৮° উত্তর ৮৯.৩১৬৬৬৬৬৭° পূর্ব ২৫°১৮’ হতে ২৫°৩১’ উত্তরঅক্ষাংশ এবং ৮৯°০৮’ হতে ৮৯°২৫’ পূর্বদ্রাঘিমাংশ।

প্রশাসনিক এলাকা সম্পাদনা

গত ২৮ জানুয়ারী ২০১৩ তারিখ পীরগঞ্জ পৌরসভা, রংপুর এর গেজেট প্রকাশিত হয়। এর আয়তন প্রায় ৭.১৭৪২৭ বর্গ কিলোমিটার। ১৩টি মৌজা ৩টি ইউনিয়ন (পীরগঞ্জ-৭,রায়পুর-৪ এবং রামনাথপুর-২) সমন্বয়ে পৌরসভার সীমানা নির্ধারণ করা হয়েছে।

পৌরসভা কার্যালয়ের অবস্থান জামানপ্লাজা (২য় তলা), বাজার মোড়, পীরগঞ্জ, রংপুর।
আয়তন ৭.১৭৪২৭ বর্গ কিলোমিটার (প্রায়)
ওয়ার্ড ৯ টি
মৌজা ১৩ টি

পৌরসভার নির্বাচন সম্পাদনা

২০১৬ সালের ৭ আগস্ট প্রথমবারের মতো নবগঠিত পীরগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়।[১][২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. রিপোর্ট, পীরগঞ্জ টোয়েন্টিফোর (২০১৬-০৭-১২)। "পীরগঞ্জ পৌরসভা নির্বাচন, মনোনয়ন দাখিল শেষ; মেয়র পদে ৪ জনের মনোনয়ন"Pirganj24। সংগ্রহের তারিখ ২০২০-১১-০৫ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. BanglaNews24.com। "পীরগঞ্জ পৌরসভা নির্বাচন, চলছে ভোট গণনা"banglanews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০২-১৩