পিটার ট্যাপসেল (ব্রিটিশ রাজনীতিবিদ)

ব্রিটিশ রাজনীতিবিদ

স্যার পিটার হ্যানা বেইলি ট্যাপসেল (১ ফেব্রুয়ারি ১৯৩০ - ১৭ আগস্ট ২০১৮) ছিলেন একজন ব্রিটিশ কনজারভেটিভ পার্টির রাজনীতিবিদ এবং লাউথ এবং হর্নক্যাসলের সংসদ সদস্য (এমপি)। তিনি হাউস অফ কমন্সে ১৯৬৬ থেকে ২০১৫ পর্যন্ত একটানা দায়িত্ব পালন করেন এবং এর আগে ১৯৫৯ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত একজন এমপি ছিলেন। তিনি ২০১০ থেকে ২০১৫ সালের মধ্যে হাউসের পিতা ছিলেন। ৫৪ বছরের মোট সংসদীয় চাকরির সাথে, তিনি ব্রিটিশ ইতিহাসে সবচেয়ে দীর্ঘ মেয়াদী এমপিদের একজন।

ট্যাপসেল সাসেক্সের হোভে জন্মগ্রহণ করেন। তিনি টনব্রিজ স্কুলে শিক্ষিত হন, ১৯৪৮ থেকে ১৯৫০ সাল পর্যন্ত রয়্যাল সাসেক্স রেজিমেন্টে দায়িত্ব পালন করেন এবং অক্সফোর্ডের মেরটন কলেজে তার শিক্ষা অব্যাহত রাখেন, ১৯৫৪ সালে আধুনিক ইতিহাসে বিএ ডিগ্রি অর্জন করেন, সেই সময়ে তিনি অক্সফোর্ড ইউনিয়নের গ্রন্থাগারিকও নির্বাচিত হন (একটি সিনিয়র অফিস)।[১] ট্যাপসেল মার্টনে থাকাকালীন অক্সফোর্ড ইউনিভার্সিটি লেবার ক্লাব এবং অক্সফোর্ড ইউনিয়ন ডিবেটিং সোসাইটির সদস্য ছিলেন।[২]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Merton College Register 1900–1964। Basil Blackwell। ১৯৬৪। পৃষ্ঠা 418–419। 
  2. "Sir Peter Tapsell obituary"The Guardian। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০১৮ 

বহিঃসংযোগ

সম্পাদনা
News articles