পিটার টেম্পল-মরিস

ব্রিটিশ রাজনীতিবিদ

পিটার টেম্পল-মরিস, ব্যারন টেম্পল-মরিস (১২ ফেব্রুয়ারি ১৯৩৮ - ১ মে ২০১৮) একজন ব্রিটিশ রাজনীতিবিদ ছিলেন। তিনি ১৯৭৪ সালে লিওমিনস্টারের জন্য রক্ষণশীল সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন; তিনি দল পরিবর্তনের পর ২০০১ সালে পদত্যাগ করেন। তিনি হাউস অফ লর্ডসে লেবার পিয়ার হিসেবে বসেছিলেন। তিনি ৮০ বছর বয়সে ১ মে ২০১৮-এ মারা যান।[১]

চিত্র:Lord Temple-Morris 2015.jpg

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Former MP Peter Temple-Morris dies aged 80"BBC News। ২ মে ২০১৮। ৯ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ মে ২০১৮