পার্লামেন্ট হিল হল কানাডার অন্টারিও রাজ্যের অটোয়া শহরের কেন্দ্রস্থলে অটোয়া নদীর দক্ষিণ তীরে ক্রাউন ল্যান্ডের একটি এলাকা। এলাকাটি কথোপকথনে দ্য হিল নামে পরিচিত। এটির গথিক পুনরুজ্জীবন স্যুট ভবন ও তাদের জাতীয় প্রতীকী গুরুত্বের স্থাপত্য উপাদান হল কানাডীয় সংসদের আবাসস্থল। পার্লামেন্ট হিল প্রতি বছর আনুমানিক ত্রিশ লক্ষ দর্শনার্থীদের আকর্ষণ করে।[১] পার্লামেন্ট হিল ও সংসদীয় এলাকায় আইন প্রয়োগ করার জন্য সংসদীয় সুরক্ষা পরিষেবা (পিপিএস) দায়বদ্ধ।

  • পার্লামেন্ট হিল
  • Colline du Parlement
পার্লামেন্ট হিল, ২০০৯
অবস্থানঅটোয়া নদী / ওয়েলিংটন স্ট্রিট, ডাউনটাউন অটোয়া
স্থানাঙ্ক৪৫°২৫′২৯″ উত্তর ৭৫°৪১′৫৮″ পশ্চিম / ৪৫.৪২৪৭২° উত্তর ৭৫.৬৯৯৪৪° পশ্চিম / 45.42472; -75.69944 (Parliament Hill, Ottawa, Canada)
নির্মিত১৮৫৯–১৮৭৬
নির্মাণের কারণকানাডা প্রদেশের আইনসভা, কানাডীয় সংসদ
স্থপতি
পরিদর্শন৩০ লক্ষ
পরিচালকবর্গন্যাশনাল ক্যাপিটাল কমিশন
প্রাতিষ্ঠানিক নামকানাডীয় সংসদ ভবন প্রাঙ্গণ জাতীয় ঐতিহাসিক স্থান
অন্তর্ভুক্তির তারিখ১৯৭৬

মূলত ১৮তম ও ১৯তম শতাব্দীর প্রথম দিকে একটি সামরিক ঘাঁটির স্থান ছিল, রানী ভিক্টোরিয়া কানাডার প্রদেশের রাজধানী হিসাবে অটোয়াকে বেছে নেওয়ার পর ১৮৫৯ সালে একটি সরকারি সীমানায় এলাকাটির উন্নয়ন শুরু হয়। সংসদ ও বিভাগীয় ভবনগুলিতে বেশ কয়েকটি সম্প্রসারণ ও সেন্টার ব্লককে ধ্বংসকারী ১৯১৬ সালের একটি অগ্নিকাণ্ডের পরে, পার্লামেন্ট হিল ১৯২৭ সালে পিস টাওয়ারের সমাপ্তির সঙ্গে বর্তমান রূপ ধারণ করেছিল। একটি বিস্তৃত $৩ বিলিয়ন মূল্যের সংস্কার ও পুনর্বাসন প্রকল্প ২০০২ সাল থেকে সংসদ ভবনের চতুষ্পার্শ্বস্থ পরিবেষ্টিত সমস্ত ভবন জুড়ে চলছে; কাজ ২০২৮ সাল পর্যন্ত সম্পূর্ণ হবে বলে আশা করা হচ্ছে না।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Parliament Hill tourist facilities overwhelmed"CTV Newsবেল মিডিয়াকানাডিয়ান প্রেস। ৬ মে ২০০৭। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০২৩ 

বহিঃসংযোগ সম্পাদনা