পারভীন আকবর

পাকিস্তানি অভিনেত্রী

পারভিন আকবর একজন পাকিস্তানি অভিনেত্রী ও প্রযোজক।[১] তিনি জামানি মঞ্জিল কে মশকরায়েঁ, আব দেখ খুদা ক্যা করতা হ্যায়, ইয়ে জিন্দেগি হ্যায় ও দেওয়ানগি নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করার জন্য পরিচিত।[২]

পারভিন আকবর
জাতীয়তাপাকিস্তানি
পেশাঅভিনেত্রী, প্রযোজক
কর্মজীবন১৯৭৩ – বর্তমান
সন্তানমুহাম্মদ ফয়জান শেখ (পুত্র)
রাবেয়া কুলসুম (কন্যা)
আত্মীয়মাহাম আমির (পুত্রবধু)

কর্মজীবন সম্পাদনা

পারভিন আকবর ১৯৭৫ সালে পিটিভির একটি নাটকে অভিনয়ের মাধ্যমে তাঁর অভিনয় জীবন শুরু করেছিলেন। তিনি জামানি মঞ্জিল কে মশকরায়েঁ, আব দেখ খুদা ক্যা করতা হ্যায়, ইয়ে জিন্দেগি হ্যায় ও দেওয়ানগি নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন।[৩][৪]

ব্যক্তিগত জীবন সম্পাদনা

পারভিন বিবাহিতা এবং তাঁর তিনটি সন্তান রয়েছে।[৫] তাঁর মেয়ে রাবিয়া কুলসুম এবং ছেলে মুহাম্মদ ফয়জান শেখ দুজনই অভিনয়শিল্পী।[৬] অভিনেত্রী মাহাম আমির তাঁর পুত্রবধু এবং অভিনেতা রেহান নিজামি হচ্ছেন তাঁর জামাতা।[৭]

উল্লেখযোগ্য অভিনয় সম্পাদনা

টেলিভিশন সম্পাদনা

সাল শিরোনাম ভূমিকা নেটওয়ার্ক
২০০৪ মুরত হামিদা এআরওয়াই ডিজিটাল
২০০৫ রিয়াসাত আয়েশার মা এআরওয়াই ডিজিটাল
২০০৬ মকান সাইমার মা জিও টিভি
২০০৭ সরকার সাহাব রানি বি এআরওয়াই ডিজিটাল
২০০৮ চার চাঁদ গাজলা জিও টিভি
ইয়ে জিন্দেগি হ্যায় বানো জিও এন্টারটেইন্টমেন্ট
দোরাহ শাহলার মা জিও এন্টারটেইন্টমেন্ট
২০০৯ অস্থি আস্তির মা হাম টিভি
২০১১ কিতনি গিরহাইঁ বাকি হ্যায় হুমা হাম টিভি
২০১২ দিল নবাব কি সুলতানা শাকিলা এক্সপ্রেস এন্টারটেইন্টমেন্ট
২০১৩ ইয়ে জিন্দেগি হ্যায় মরসুম ২ বানো জিও এন্টারটেইন্টমেন্ট
২০১৪ ডাইজেস্ট রাইটার সাজিদা হাম টিভি
জুলেখা বিন ইউসুফ সাবরা এ-প্লাস[৮]
শরীক-ই-হায়াত শবনম হাম টিভি
২০১৫ অকেলি সিদরার মা হাম টিভি
২০১৬ কাহাঁ তুম চলে গ্যায় অমব্রিন জিও টিভি
মেরি সাহেলি মেরি ভাবি শাবানা জিও টিভি
থোড়া সা আসমান জগত খালা জিও টিভি
২০১৭ কিরন কিরনের মা জিও এন্টারটেইন্টমেন্ট
তেরে বিনা উমায়েরের মা জিও এন্টারটেইন্টমেন্ট
মেরি সহেলি মেরি ভাবি মরসুম ২ শাবানা জিও টিভি
কিতনি গিরহাইঁ বাকি হ্যায় মরসুম ২ আলিফের মা হাম টিভি
রেডি স্টেডি গো খাইরন প্লে এন্টারটেইন্টমেন্ট
জামানি মনজিল কে মশকরায়েঁ জামান বেগম জিও এন্টারটেইন্টমেন্ট
২০১৮ আব দেখ খুদা ক্যা করতা হ্যায় শৈষ্ট জিও এন্টারটেইন্টমেন্ট[৯]
কভি ব্যান্ড কভি বাজা সাইমা এক্সপ্রেস এন্টারটেইন্টমেন্ট
মাহ-এ-তামাম তৈ জান হাম টিভি
নায়েক পারভীন শাকরা জিও এন্টারটেইন্টমেন্ট
২০১৯ দেওয়ানগি নুজাতের শাশুড়ি জিও এন্টারটেইন্টমেন্ট[১০][১১]
২০২০ মকফাত মরসুম ২ সাকাবের মা জিও এন্টারটেইন্টমেন্ট
খুব সিরত সাবা জিও এন্টারটেইন্টমেন্ট
ঘমন্ডি দাদি এক্সপ্রেস এন্টারটেইন্টমেন্ট

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Geo mega serial 'Ab Dekh Khuda Kia Karta Hai' starts today"The News International। নভেম্বর ১৬, ২০২০। 
  2. "Deewangi to go on air later this year"The News International। নভেম্বর ৯, ২০২০। 
  3. "'Deewangi', জিও টিভি's romantic drama serial wins hearts"Geo News। নভেম্বর ৭, ২০২০। 
  4. "Pakistani celebrities come together for Kashmir in new music video"The News International। নভেম্বর ১৪, ২০২০। 
  5. "Catching up with Faizan Shaikh"The International News। নভেম্বর ৬, ২০২০। 
  6. "Faizan Sheikh"The News International। নভেম্বর ১৫, ২০২০। 
  7. "SOUNDCHECK: THE KASHMIR FRONTLINE"Dawn News। নভেম্বর ৩, ২০২০। 
  8. "Mehreen Jabbar all set to start shooting for 'Zulekha bina Yusuf'"Dawn News। নভেম্বর ১৮, ২০২০। 
  9. "Geo mega serial 'Ab Dekh Khuda Kia Karta Hai' starts today"The News International। নভেম্বর ১৩, ২০২০। 
  10. "Geo's new serial 'Deewangi' starts today"The News International। নভেম্বর ৮, ২০২০। 
  11. "Geo's new serial 'Deewangi' all set to win hearts"The News International। নভেম্বর ১২, ২০২০। 

বহিঃসংযোগ সম্পাদনা