পারঘাট (ইংরেজি: Parghat) প্রমথরাম দাসের প্রাগজ্যোতিষ কলাচিত্র প্রতিষ্ঠান প্রযোজনা করা সপ্তম অসমীয়া চলচ্চিত্র। মুক্তি পেয়েছিল ১৯৪৯র ৫ আগষ্টে। ছবিটির পরিচালনা এবং কাহিনী ছিল প্রবীন ফুকনের। কানি ব্যাপারকে কেন্দ্র করে কাহিনী রচনা হয়েছিল। চিত্রগ্রহণ কলকাতার ইন্দ্রপুরী স্টুডিওতে। এই ছবির মাধ্যমে অভিনেত্রী জ্ঞানদা কাকতি ছবিজগতে প্রথম পা রেখেছিলেন।[][]

পারঘাট
Parghat
পরিচালকপ্রবীন ফুকন
প্রযোজকপ্রমথ রাম দাস
সুরকারগন্ধর্ব
প্রযোজনা
কোম্পানি
ইন্দ্রপুরী স্টুডিও, কলকাতা
মুক্তি৫ আগষ্ট ১৯৪৯
দেশভারত ভারত
ভাষাঅসমীয়া

অভিনয়

সম্পাদনা
  • চন্দ্রকান্ত ফুকন
  • প্রবীন ফুকন
  • সর্বেশ্বর চক্রবর্তী (মৌজাদার)
  • যোগেন্দ্রনাথ বরদলৈ (দোকানী)
  • ভূবনেশ্বর বুজরবরুয়া (লগুবা)
  • যোগেন্দ্রনাথ বরকাকতি (কৃষ্ণ মণ্ডল)
  • জ্ঞানদা কাকতি
  • মলয়া দাস[][]

সঙ্গীত

সম্পাদনা

পুরুষোত্তম দাস গন্ধর্ব নামে পারঘাটের সঙ্গীত পরিচালনা করেন।[]

ক্রমিক নং গানের শীর্ষক গানিকার কণ্ঠ
পুবারে মলয়া মন জুরণীয়া, হিয়া পরি যায় শাঁত পুরুষোত্তম দাস কমল চৌধুরী, মলয়া দাস
সন্মুখত দেখি কলীয়া আন্ধার, ভয় নাই তোর ভয় নাই পুরুষোত্তম দাস দিলীপ শর্মা
কোন দূরে দূরে যায় রূপ জগতর রঙীন দিনর সুদক্ষিণা শর্মা
তুমি জানো বুজা প্রিয় মোর হৃদয়র শত বেদনাই পূণ্য প্রসাদ দুবরা জ্ঞানদা কাকতি
জেতুকা বোলেরে বোলাম হাত লাবণী, কেরুরে জিলিকাম কাণ আনন্দিরাম দাস
শেবালীর পাহীটিরে বুকুরে কথাটি কবলৈ ভাষাটি নাই নাই সুদক্ষিণা শর্মা
কার আকাশর রামধেনুখনি ক’তে বা লুকাই ভূপেন হাজারিকা ভূপেন হাজারিকা
কর্মই আমার ধর্ম কর্মই আমার ধর্ম ভূপেন হাজারিকা ভূপেন হাজারিকা, পুরুষোত্তম দাস

তথ্যসূত্র

সম্পাদনা
  1. মঞ্চলেখা, পৃঃ ৩০৯, অতুল চন্দ্র হাজারিকা, লয়ার্স বুক ষ্টল, গুয়াহাটি। ১৯৯৫। 
  2. "Parghat"। ১২ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ মে ২০২০ 
  3. অসমীয়া বোলছবির গানের সংকলন, পৃঃ ১৭ বাবুল দাস, বাণীমন্দির, ডিব্রুগড়, ১৯৮৫