পায়েল দেব

ভারতীয় গাইকা

পায়েল দেব হলেন একজন ভারতীয় নৈপথ্য কণ্ঠশিল্পী এবং সুরকার যিনি বলিউড চলচ্চিত্রের জন্য গান গায় এবং সুর রচনা করেন। তিনি চলচ্চিত্র বাজিরাও মাস্তানি থেকে "আব তোহে জানে না দুঙ্গী"[১] এর পাশাপাশি নামাস্তে ইঙ্গল্যান্ড থেকে "ভারে বাজার" গানগুলি গেয়েছেন।[২][৩] দেব তার অভিষেক ঘটান খান্দানি শাফাখানা চলচ্চিত্রের জন্য "দিল জানিয়ে" গানে একজন সুরকার হিসেবে। তিনি চলচ্চিত্র মারজাওয়া এর জন্য তুম হি আনা গানের সঙ্গীত-রচনার জন্য সাফল্য লাভ করেন।[৪][৫] তিনি এছাড়াও "গেন্দা ফুল" গানের অভিযোজন করা সংস্করণের জন্য পরিচিত, যা ইউটিউবে সেপ্টেম্বর ২০২১ অনুযায়ী ৮৫ কোটি দর্শন আয় করে। পরবর্তীতে, তিনি ২০২১ সালে "বারিশ বান জানা" গানটি গান যা সফল হয়ে উঠে।[৬]

পায়েল দেব
জন্ম (1989-02-26) ২৬ ফেব্রুয়ারি ১৯৮৯ (বয়স ৩৪)
রামগড় সেনানিবাস বিহার (বর্তমানে ঝাড়খণ্ড, ভারত)
জাতীয়তাভারতীয়
পেশানৈপথ্য গায়িকা, সুরকার
কর্মজীবন২০১৩–বর্তমান
দাম্পত্য সঙ্গীঅদিত্য দেব
সন্তান
ওয়েবসাইটআধিকারিক ওয়েবসাইট

ব্যক্তিগত জীবনসম্পাদনা

গানসমূহের তালিকাসম্পাদনা

আপনি ধুন এ একজন সদস্য হিসেবে গানের তালিকাসম্পাদনা

তথ্যসূত্রসম্পাদনা

বহিঃসংযোগসম্পাদনা