পাভলফ উপসাগর হল আলাস্কার একটি খাঁড়ি যা আলাস্কা উপদ্বীপের দক্ষিণ-পশ্চিম প্রান্তে অবস্থিত। এটি উপদ্বীপের দক্ষিণ উপকূলে অবস্থিত, প্রায় ৫০ মাইল (৮০ কিলোমিটার) দীর্ঘ এবং পাভলফ দ্বীপপুঞ্জের সরাসরি উত্তরে অবস্থিত। ৮,২৬১-ফুট (২,৫১৮ মিটার) উচ্চতার আগ্নেয়গিরি মাউন্ট পাভলফ এর পশ্চিম তীরে রয়েছে। [১]

মন্তব্য সম্পাদনা

  1. Merriam-Webster's Geographical Dictionary, Third Edition, p. 910.

তথ্যসূত্র সম্পাদনা

  • মেরিয়াম-ওয়েবস্টারের ভৌগলিক অভিধান, তৃতীয় সংস্করণ । স্প্রিংফিল্ড, ম্যাসাচুসেটস: মেরিয়াম-ওয়েবস্টার, ইনকর্পোরেটেড, 1997।আইএসবিএন ০-৮৭৭৭৯-৫৪৬-০