পান সুপারি (চলচ্চিত্র)
পান সুপারি অনিন্দিতা সর্বাধিকারী পরিচালিত একটি ২০১৬ সালের বাংলা-ভাষার ভারতীয় চলচ্চিত্র, এতে অভিনয় করেছেন তথাগত মুখোপাধ্যায়, টুম্পা ঘোষ, জুন মালিয়া ও কুশল চক্রবর্তী।[১]
পান সুপারি | |
---|---|
![]() চলচ্চিত্রটির পোস্টার | |
পরিচালক | অনিন্দিতা সর্বাধিকারী |
প্রযোজক | মনেশ গাঙ্গুলি |
রচয়িতা | অনিন্দিতা সার্বাধিকারী |
শ্রেষ্ঠাংশে | তথাগত মুখোপাধ্যায় টুম্পা ঘোষ জুন মালিয়া কুশল চক্রবর্তী |
সুরকার | দেব চৌধুরী |
চিত্রগ্রাহক | সমর হালদার |
সম্পাদক | অনিন্দা চট্টোপাধ্যায় |
মুক্তি |
|
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
কাহিনী
সম্পাদনাসানি ওরফে সন্দীপ একজন চুক্তিবদ্ধ বা ভাড়াটে খুনি, একজন কোমল পাপী যে অপরাধের পথ থেকে সরে আসতে পারেনি। তার চুক্তির জন্য অর্থ ও তথ্য লেনদেন চতুর্বেদী পরিচালিত একটি পানের দোকানের মাধ্যমে ঘটে। ফুলটুশি এক সুন্দর মেয়ে যিনি তার গ্রাম থেকে কলকাতায় পালিয়ে এসেছেন। সাদাসিধে মেয়েটি একটি মহিলা পাচার গ্যাং-এর কবলে পড়ে। কোন প্রকারে সে তাদের থেকে পরিত্রাণ পায় এবং উত্তর কলকাতার একটি নোংরা সংকীর্ণ গলিতে সানির সাথে ধাক্কা খায়। সানি তাকে আশ্রয় দেয় এবং একজন ফ্যাশন ডিজাইনার লাবনীর বাড়িতে তার ছোট বাচ্চাদের দেখাশোনার কাজ দেয়। সানি ও ফুলটুশি ধীরে ধীরে একে অপরের প্রতি আকৃষ্ট হয়। সানি প্রাথমিকভাবে ফুলটুসির কাছে তার পেশা সম্পর্কে প্রেমে বিচ্ছেদের ভয়ের কারণে কিছু প্রকাশ করে না। তারা একে অপরকে জানতে থাকে এবং তাদের মধ্যে প্রেম চলতে থাকে। যখন সানি অবশেষে ফুলটুসির কাছে সত্য প্রকাশ করার সিদ্ধান্ত নেয়, তখন সে আবার অন্য চুক্তি পায়। মুম্বাই থেকে কুখ্যাত মাফিয়া ডন ভিকি শহরে আসে। সানিকে এক ঘণ্টার মধ্যে যেতে হবে এবং ভিকিকে হত্যা করতে হবে। তাই সে তার স্বীকারোক্তি স্থগিত করে এবং ভিকিকে হত্যা করার মিশন স্থির করে।ইতোমধ্যে, ফুলটুসি দূর্ঘটনাবসত সেই জায়গায় চলে আসে এবং সানি সম্পর্কে সত্যটা জানতে পারে। সানি ফুরটুসির স্বীকার করে যে তিনি একটি রেলওয়ে স্টেশনে বসবাসকারী এক পলাতক ছেলে ছিলেন এবং বিল্টুদা নামে একজন তাকে অপরাধ জগতের সাথে পরিচয় করিয়ে দেয়। ড্রাগ বিক্রি দিয়ে এ জগতে পথচলা শুরু এবং হত্যা চুক্তির মাধ্যমে আজ এই জায়গায় আসা । সে সবকিছু ছেড়ে দিতে প্রস্তুত যদি শুধুমাত্র ফুলটুসি তাকে ভালবাসে। কিন্তু প্রাথমিক ধাক্কার পর তার সাথে কথা বলা বন্ধ করা বা বিরক্ত হওয়ার পরিবর্তে, সানির আশঙ্কার বিপরীতে ফুলটুশি আসলে তার স্বীকারোক্তি দ্বারা মুগ্ধ হয় এবং অপরাধে তার সঙ্গী হতে তার ইচ্ছা প্রকাশ করে। এতে এক অদ্ভুত অবস্থার সৃষ্টি হয় । একদিকে সানি এই জঘন্য পেশা থেকে বেড়িয়ে আসতে চায়। অপরদিকে সাদাসিধা ফুলটুসি নাছোড়বান্দার মত তার পিছু লাগে অপরাধে তার সঙ্গী হতে ।
অভিনয়ে
সম্পাদনা- তথাগত মুখোপাধ্যায় - সানি
- টুম্পা ঘোষ - ফুলটুসি
- জুন মালিয়া - লাবণ্য
- কুশল চক্রবর্তী
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "paansupari"। সংগ্রহের তারিখ ২০২০-০৫-২৩।