পানিসাগর রেলওয়ে স্টেশন
পানিসাগর রেলওয়ে স্টেশন ভারতের ত্রিপুরার পানিসাগরে অবস্থিত। এটি ভারতীয় রেলওয়ের উত্তর- পূর্ব সীমান্ত রেলওয়ে জোনের লুমডিং-সাব্রুম লাইনের একটি ভারতীয় রেলওয়ে স্টেশন। স্টেশনটি ভারতের ত্রিপুরা রাজ্যের উত্তর ত্রিপুরা জেলার পানিসাগরে অবস্থিত। মোট ৮টি যাত্রীবাহী ট্রেন স্টেশনে থামে।
পানিসাগর রেলওয়ে স্টেশন | |
---|---|
ভারতীয় রেল স্টেশন আঞ্চলিক রেল | |
অবস্থান | পানিসাগর উত্তর ত্রিপুরা জেলা, ত্রিপুরা ভারত |
স্থানাঙ্ক | ২৪°১৬′২২″ উত্তর ৯২°০৮′৫৭″ পূর্ব / ২৪.২৭২৬৯৮২° উত্তর ৯২.১৪৯১৪৩৫° পূর্ব |
উচ্চতা | ৪৫ মি (১৪৮ ফু) |
মালিকানাধীন | ভারতীয় রেল |
পরিচালিত | উত্তরপূর্ব সীমান্ত রেল |
লাইন | লামডিং–সাব্রুম রেলপথ |
প্ল্যাটফর্ম | ২[১] |
রেলপথ | ৩ |
সংযোগসমূহ | অটো রিক্সা |
নির্মাণ | |
গঠনের ধরন | আদর্শ (ভূমিগত) |
পার্কিং | আছে |
অন্য তথ্য | |
অবস্থা | চালু, ডিজেল চালিত রেলপথ |
স্টেশন কোড | PASG |
অঞ্চল | উত্তরপূর্ব সীমান্ত রেল |
বিভাগ | লামডিং রেলওয়ে বিভাগ |
ইতিহাস | |
চালু | ২০০৮ |
পুনর্নির্মিত | ২০১৬ |
বৈদ্যুতীকরণ | নাই |
অবস্থান | |
- ↑ "PASG/Panisagar (2 PFs)"। India Rail Info। সংগ্রহের তারিখ ২০২০-০১-১৭।
ইতিহাস
সম্পাদনাপানিসাগর রেলওয়ে স্টেশনটি ২০০৮ সালে লুমডিং থেকে আগরতলা পর্যন্ত মিটার-গেজ [১] লাইন দিয়ে চালু হয়েছিল কিন্তু পরে ২০১৬ সালে পুরো অংশটি ব্রড-গেজ লাইনে রূপান্তরিত হয়। [২]
বিস্তারিত
সম্পাদনাস্টেশনটি ৩১২ কিমি-দীর্ঘ ১,৬৭৬ মিলিমিটার (৫ ফুট ৬ ইঞ্চি) ব্রড-গেজ লুমডিং-সাব্রুম রেললাইন যা ভারতীয় রেলওয়ের উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে জোনের লুমডিং রেলওয়ে বিভাগের অধীনে রয়েছে।এটি বিদ্যুতায়ন ছাড়াই একটি একক লাইন।
সেবা
সম্পাদনা- আগরতলা ও ধর্মনগরের মধ্যে প্রতিদিন ২টি ট্রেন চলাচল করে ট্রেনগুলো পানিসাগর স্টেশনে থামে। [৩]
- আগরতলা ও শিলচরের মধ্যে প্রতিদিন ১টি ট্রেন চলাচল করে ট্রেনটি পানিসাগর স্টেশনে থামে।
স্টেশন
সম্পাদনাস্টেশন বিন্যাস
সম্পাদনাজি | রাস্তায় স্তর | প্রস্থান/প্রবেশ |
P1 | Side platform No- 1, doors will open on the left | |
→ | ||
Side platform No- 2, doors will open on the left | ||
P2 |
প্ল্যাটফর্ম
সম্পাদনা২টি প্ল্যাটফর্ম এবং ৩টি ট্র্যাক রয়েছে৷প্ল্যাটফর্মগুলো ফুট ওভারব্রিজের মাধ্যমে সংযুক্ত।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Indian Railways News January–June 2008"।
- ↑ Uttam Saha। "শিলচর থেকে আগরতলা, মহড়া ট্রেনেই উল্লাসের ঢেউ" (Bengali ভাষায়)। আনন্দবাজার পত্রিকা। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০২০।
- ↑ https://www.goibibo.com/trains/panisagar-railway-station-pasg/