পানিসাগর রেলওয়ে স্টেশন

ভারতের ত্রিপুরা রাজ্যের একটি রেল স্টেশন

পানিসাগর রেলওয়ে স্টেশন ভারতের ত্রিপুরার পানিসাগরে অবস্থিত। এটি ভারতীয় রেলওয়ের উত্তর- পূর্ব সীমান্ত রেলওয়ে জোনের লুমডিং-সাব্রুম লাইনের একটি ভারতীয় রেলওয়ে স্টেশন। স্টেশনটি ভারতের ত্রিপুরা রাজ্যের উত্তর ত্রিপুরা জেলার পানিসাগরে অবস্থিত। মোট ৮টি যাত্রীবাহী ট্রেন স্টেশনে থামে।

পানিসাগর রেলওয়ে স্টেশন
ভারতীয় রেল স্টেশন আঞ্চলিক রেল
অবস্থানপানিসাগর উত্তর ত্রিপুরা জেলা, ত্রিপুরা
ভারত
স্থানাঙ্ক২৪°১৬′২২″ উত্তর ৯২°০৮′৫৭″ পূর্ব / ২৪.২৭২৬৯৮২° উত্তর ৯২.১৪৯১৪৩৫° পূর্ব / 24.2726982; 92.1491435
উচ্চতা৪৫ মি (১৪৮ ফু)
মালিকানাধীনভারতীয় রেল
পরিচালিতউত্তরপূর্ব সীমান্ত রেল
লাইনলামডিং–সাব্রুম রেলপথ
প্ল্যাটফর্ম[]
রেলপথ
সংযোগসমূহঅটো রিক্সা
নির্মাণ
গঠনের ধরনআদর্শ (ভূমিগত)
পার্কিংআছে
অন্য তথ্য
অবস্থাচালু, ডিজেল চালিত রেলপথ
স্টেশন কোডPASG
অঞ্চল উত্তরপূর্ব সীমান্ত রেল
বিভাগ লামডিং রেলওয়ে বিভাগ
ইতিহাস
চালু২০০৮; ১৬ বছর আগে (2008)
পুনর্নির্মিত২০১৬; ৮ বছর আগে (2016)
বৈদ্যুতীকরণনাই
অবস্থান
পানিসাগর ত্রিপুরা-এ অবস্থিত
পানিসাগর
পানিসাগর
ত্রিপুরায় অবস্থান
  1. "PASG/Panisagar (2 PFs)"India Rail Info। সংগ্রহের তারিখ ২০২০-০১-১৭ 

ইতিহাস

সম্পাদনা

পানিসাগর রেলওয়ে স্টেশনটি ২০০৮ সালে লুমডিং থেকে আগরতলা পর্যন্ত মিটার-গেজ [] লাইন দিয়ে চালু হয়েছিল কিন্তু পরে ২০১৬ সালে পুরো অংশটি ব্রড-গেজ লাইনে রূপান্তরিত হয়। []

বিস্তারিত

সম্পাদনা

স্টেশনটি ৩১২ কিমি-দীর্ঘ ১,৬৭৬ মিলিমিটার (৫ ফুট ৬ ইঞ্চি) ব্রড-গেজ লুমডিং-সাব্রুম রেললাইন যা ভারতীয় রেলওয়ের উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে জোনের লুমডিং রেলওয়ে বিভাগের অধীনে রয়েছে।এটি বিদ্যুতায়ন ছাড়াই একটি একক লাইন।

  • আগরতলা ও ধর্মনগরের মধ্যে প্রতিদিন ২টি ট্রেন চলাচল করে ট্রেনগুলো পানিসাগর স্টেশনে থামে। []
  • আগরতলা ও শিলচরের মধ্যে প্রতিদিন ১টি ট্রেন চলাচল করে ট্রেনটি পানিসাগর স্টেশনে থামে।

স্টেশন

সম্পাদনা

স্টেশন বিন্যাস

সম্পাদনা
জি রাস্তায় স্তর প্রস্থান/প্রবেশ
P1 Side platform No- 1, doors will open on the left  
Side platform No- 2, doors will open on the left  
P2

প্ল্যাটফর্ম

সম্পাদনা

২টি প্ল্যাটফর্ম এবং ৩টি ট্র্যাক রয়েছে৷প্ল্যাটফর্মগুলো ফুট ওভারব্রিজের মাধ্যমে সংযুক্ত।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Indian Railways News January–June 2008" 
  2. Uttam Saha। "শিলচর থেকে আগরতলা, মহড়া ট্রেনেই উল্লাসের ঢেউ" (Bengali ভাষায়)। আনন্দবাজার পত্রিকা। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০২০ 
  3. https://www.goibibo.com/trains/panisagar-railway-station-pasg/