পাঞ্জাব কৃষি বিশ্ববিদ্যালয়

লুধিয়ায় পাঞ্জাব কৃষি বিশ্ববিদ্যালয় এশিয়ার বৃহত্তম কৃষি বিশ্ববিদ্যালয়। এটি ভারতের একটি রাজ্য কৃষি বিশ্ববিদ্যালয়। এটি ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ১৯৬২ সালের ৮ জুলাই এটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু। এই বিশ্ববিদ্যালয় ১৯৬০ এর দশকে ভারতে সবুজ বিপ্লব শুরু করে।

পাঞ্জাব কৃষি বিশ্ববিদ্যালয়
PAU
ধরনসরকারী
স্থাপিত১৯৬২
উপাচার্যবলদেভ সিং ধীলন
অবস্থান, ,
শিক্ষাঙ্গনপৌর
অধিভুক্তিUGC, ICAR[১]
ওয়েবসাইটwww.pau.edu
মানচিত্র

তথ্যসূত্র সম্পাদনা