পাঞ্জাবি তাম্বা ও কুর্তা

পাঞ্জাবি তাম্বা ও কুর্তা হল পাঞ্জাবের পুরুষদের চিরাচরিত পোশাক।

পাঞ্জাবি কুর্তা এবং চাদ্রা
পাঞ্জাবের ভাংড়া নৃত্য পরিবেশনকারীরা, কুর্তা এবং তেহমত পরা।

পাঞ্জাবি তাম্বা সম্পাদনা

তাম্বা / তেহমত সম্পাদনা

 
পাঞ্জাবি কুর্তা ও তেহমত
 
পাঞ্জাবের মাঝা অঞ্চলে প্রচলিত পোশাক পরা দুধ বিক্রেতা, সঙ্গে সাধারণ ঐতিহ্যবাহী পিতলের পাত্র গাগর।

তাম্বা, যাকে তেহমতও বলা হয়,[১][২] সেটি হল লুঙ্গির পাঞ্জাবি সংস্করণ, যার সামনে ভাঁজ থাকে এবং এটি পাঞ্জাবি পুরুষদের ঐতিহ্যবাহী পোশাক। ভাংড়া নৃত্য পরিবেশনকারীরা তাম্বা পরেন। যদিও সাম্প্রতিক বছরগুলিতে পূর্ব পাঞ্জাবে পাঞ্জাবি তেহমতের ব্যবহার হ্রাস পেয়েছে এবং এর বদলে পায়জামার ব্যবহার বেড়েছে, কিন্তু এখনো তেহমত পরা পুরুষ দেখা যায় এবং এর ব্যবহার সম্পূর্ণভাবে বন্ধ হয় নি।[৩] পাকিস্তানের পাঞ্জাবে (পশ্চিম)[৪][৫] এবং হাজারায় (খাইবার পাখতুনখোয়া) তাম্বা বা লুঙ্গি পরিহিত পাঞ্জাবি পুরুষ দেখা যায়।[৬] তেহমত এক রঙের হয় এবং এর কোনও পাড় থাকেনা। তেহমত বা লাচা লম্বায় গোড়ালি পর্যন্ত যায়। এটি ছোট হতে পারে, লম্বায় হাঁটুর ঠিক নীচে পর্যন্ত।[৭]

লাচা সম্পাদনা

লাচা তেহমত থেকে পৃথক, এটির পাড় থাকে এবং এটিতে একাধিক রঙ থাকে।[৮] লাচা পশ্চিম পাঞ্জাবে জনপ্রিয়।[৪] লাচা তেহমতের মত করেই পরিধান করা হয়, তবে এতে অনেকগুলি ভাঁজ থাকে। পাঞ্জাবের কিছু অঞ্চলে, বিশেষত গুজরানওয়ালা, শাহপুর ও মুজফফরগড়ে এবং গুজরাটের কিছু জেলায় মহিলারা তেহমত এবং লাচা পরিধান করেন।[৯]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. Development: A Saga of Two Worlds: Vismambhor Nath 2002 (Ashok Mukar Mittal Publishers)
  2. Lahore: A Sentimental Journey Pran Neville Penguin Books
  3. Harkesh Singh Kehal (2009) Alop Ho Reha Punjabi Virsa.Lokgeet Parkashan. আইএসবিএন ৮১-৭১৪২-৮৬৯-X
  4. Malik, Iftikhar Haider (2006) Culture and Customs of Pakistan
  5. West Pakistan. Public Relations Department(1961) West Pakistan Year Book [১]
  6. Aziz, Khursheed Kamal (1993) The murder of history: a critique of history textbooks used in Pakistan [২]
  7. Punjab District Gazetteers - Ferozepur Year Published 1915
  8. Punjab District Gazetteers - Gujranwala District Year Published 1935
  9. Saini, B.S. (1975) The Social & Economic History of the Punjab, 1901-1939, Including Haryana & Himachal Pradesh [৩]