পাইওনিয়ার (সংবাদপত্র)
উইকিমিডিয়ার দ্ব্যর্থতা নিরসন পাতা
পাইওনিয়ার বা দ্য পাইওনিয়ার হলো নিম্নলিখিত সংবাদপত্রগুলির নাম:
অস্ট্রেলিয়া
সম্পাদনা- দ্য ফেডারেল ক্যাপিটাল পাইওনিয়ার, ১৯২৪-১৯২৭ সালে অস্ট্রেলিয়ার ক্যানবেরায় প্রকাশিত সংবাদপত্র
- দ্য পাইওনিয়ার (দক্ষিণ অস্ট্রেলিয়া), দক্ষিণ অস্ট্রেলিয়ার ইয়র্কটাউনে ১৯০৩-১৯৬০ সালে প্রকাশিত সংবাদপত্র
ভারত
সম্পাদনা- দ্য পাইওনিয়ার (ভারত),[১][২] ১৮৬৫ সাল থেকে প্রকাশিত একটি ইংরেজি ভাষার সংবাদপত্র
যুক্তরাজ্য
সম্পাদনা- মের্থির পাইওনিয়ার, ১৯১১-১৯২২ পর্যন্ত ওয়েলসে প্রকাশিত সাপ্তাহিক সমাজতান্ত্রিক সংবাদপত্র
- নর্থ ওয়েলস পাইওনিয়ার, কলভিন বে এবং ল্যান্ডুনো শহর এবং ওয়েলসের আশেপাশের অঞ্চলগুলির জন্য একটি আঞ্চলিক সাপ্তাহিক বিনামূল্যের প্রকাশনা
যুক্তরাষ্ট্র
সম্পাদনা- অ্যানিমাস ফোর্কস পাইওনিয়ার, কলোরাডোর অ্যানিমাস ফোর্কসে ১৮৮২-১৮৮৬ সাল পর্যন্ত প্রকাশিত সংবাদপত্র
- ব্ল্যাক হিলস পাইওনিয়ার, দক্ষিণ ডাকোটার স্পারফিশ প্রকাশিত সংবাদপত্র
- দ্য মাদ্রাস পাইওনিয়ার, ১৯০৪ সাল থেকে অরেগনের মাদ্রাসে প্রকাশিত একটি সাপ্তাহিক পত্রিকা
- মোলাল্লা পাইওনিয়ার স্থানীয় সাপ্তাহিক পত্রিকা, যা অরেগনের মোলাল্লায় ১৯১৩ সাল থেকে প্রকাশ শুরু হয়েছিল
- পাইন সিটি পাইওনিয়ার, মিনেসোটার পাইন কাউন্টিতে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা
- দ্য পাইওনিয়ার, জেমস রাসেল লোয়েলের সহযোগিতায় উনিশ শতকে প্রতিষ্ঠিত একটি স্বল্পমেয়াদী জার্নাল ম্যাসাচুসেটস এর কেমব্রিজে প্রকাশিত।
- পাইওনিয়ার, মিশিগানের বিগ র্যাপিডসের দৈনিক পত্রিকা
- সেন্ট পল পাইওনিয়ার প্রেস, মিনেসোটার সেন্ট পল থেকে প্রকাশিত
আরো দেখুন
সম্পাদনা- রায়ভাজা (ইংরেজি: The Pioneer), ফিনিশ-আমেরিকান সংবাদপত্র ম্যাসাচুসেটসের ফিচবার্গে ১৯০৫-২০০৯ পর্যন্ত প্রকাশিত
- জার্নাল পাইওনিয়ার, কানাডার প্রিন্স এডওয়ার্ড দ্বীপের সামারসাইডে প্রকাশিত দৈনিক পত্রিকা
- ক্র্যাভেন হেরাল্ড এবং পাইওনিয়ার, ইংল্যান্ডের উত্তর ইয়র্কশায়ারের ক্র্যাভেন অঞ্চলের সাপ্তাহিক পত্রিকা
- দ্য লেবার পাইওনিয়ার ১৯০০-১৯০২ সালে ওয়েলসের কার্ডিফ থেকে প্রকাশিত একটি মাসিক সমাজতান্ত্রিক সাময়িকী
- ডেন ডানস্কি পাইওনিয়ার, যুক্তরাষ্ট্রে প্রকাশিত ডেনিশ ভাষার প্রাচীনতম সংবাদপত্র
- পাইওনিয়ার (দ্ব্যর্থতা নিরসন)
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Robert Jackson Baumgardner (১৯৯৬)। South Asian English: Structure, Use, and Users। University of Illinois Press। পৃষ্ঠা 14–। আইএসবিএন 978-0-252-06493-7। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০১৭।
- ↑ Pioneer launches Hindi edition in Lucknow, The Pioneer