পাংশা সরকারি জর্জ উচ্চ বিদ্যালয়

পাংশা সরকারি জর্জ উচ্চ বিদ্যালয় (ইংরেজি: Pangsha Government George High school) বাংলাদেশের রাজবাড়ী জেলার পাংশা উপজেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। পাংশা উপজেলার প্রাণকেন্দ্রে প্রায় ৫একর৫৮শতাংশ জমির উপর বিদ্যালয়টি অবস্থিত। ১৯১৬ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয় এবং ২০১৮ সালের ২১শে মে প্রতিষ্ঠানটি সরকারি করণ করা হয়।[১]

পাংশা সরকারি জর্জ উচ্চ বিদ্যালয়
Pangsha Government George High school
অবস্থান


বাংলাদেশ
তথ্য
বিদ্যালয়ের ধরনসরকারি উচ্চ মাধ্যমিক
প্রতিষ্ঠিত১৯১৬
অবস্থাসক্রিয়
বিদ্যালয় বোর্ডমাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা
বিদ্যালয় জেলারাজবাড়ী জেলা
সেশনজানুয়ারি - ডিসেম্বর
প্রধান শিক্ষকরাশেদা খাতুন
অনুষদ
  • মানবিক
  • বিজ্ঞান
  • বাণিজ্য
লিঙ্গবালক ও বালিকা
শিক্ষার্থী সংখ্যা১২৪৬ জন
শ্রেণী৬-১০
শিক্ষা ব্যবস্থাজাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড
ভাষাবাংলা
আয়তন৫একর৫৮ শতাংশ
ক্যাম্পাসের ধরনঅনাবাসিক
ওয়েবসাইটবর্তমান অফিসিয়াল ওয়েবসাইট,

প্রতিষ্ঠার ইতিহাস সম্পাদনা

বিদ্যালয়টি স্থানীয় শিক্ষার উন্নয়নের চিন্তা থেকে স্থানীয় শিক্ষানুরাগী ও সমাজহিতৈষী ব্যক্তিগনের মহতী উদ্যাগে ১৯১৬ সালে প্রতিষ্ঠা করা হয়। যুগ যুগ ধরে শিক্ষা বিস্তারে বিদ্যালয়টি অগ্রণী ভূমিকা পালন করে আসছে।[১]

সরকারি করণ সম্পাদনা

২০১৮ সালের ২১শে মে প্রতিষ্ঠানটি সরকারি করণ করা হয়।

একাডেমিক কোর্স চালুর ইতিহাস সম্পাদনা

ক্যাম্পাস সম্পাদনা

বিদ্যালয়ে ১টি পুরাতন ভবন, ১টি তিনতলা ভবন, ২টি দ্বিতল ভবন নিয়ে গঠিত। ছাত্রদের কোলাহলে প্রায় ৩ একর বিশিষ্ট ক্যাম্পাসটিকে করে তুলেছে সজীব ও প্রাণবন্ত।

শিক্ষক-শিক্ষার্থী সম্পাদনা

এই বিদ্যালয়ে মোট শিক্ষার্থী সংখ্যা প্রায় ১৩০০জন।[২]

একাডেমিক কোর্স সম্পাদনা

স্বেচ্ছাসেবক সংগঠনসমূহ সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "বিদ্যালয়ের ঐতিয্য এবং ইতিহাস"http://pgphs.edu.bd/। ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০১৫  |প্রকাশক= এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)
  2. "পাংশা জর্জ পাইলট উচ্চ বিদ্যালয়"http://pangsa.rajbari.gov.bd/। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০১৫  |প্রকাশক= এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]