পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা
পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বণ্টন সংস্থা হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজ্য বিদ্যুৎ পর্ষদের অধীনস্থ একটি বিদ্যুৎ বণ্টন সংস্থা। ২০০৭ সালে এই সংস্থা প্রতিষ্ঠিত হয়। রাজ্যের ৯৬ % বিদ্যুৎ এই সংস্থার মাধ্যমে সরবরাহ করা হয়। এক কোটিরও বেশি গ্রাহক এই সংস্থার পরিষেবা পেয়ে থাকেন। ২০১০-১১ অর্থবর্ষে এই সংস্থা ₹ ৯৫.১৩ কোটি (ইউএস$ ১১.৬৩ মিলিয়ন) লাভ করেছিল।
ধরন | সরকারি সংস্থা |
---|---|
শিল্প | বিদ্যুৎ বণ্টন |
প্রতিষ্ঠাকাল | ১ এপ্রিল, ২০০৭[১] |
সদরদপ্তর | Kolkata, West Bengal, India |
বাণিজ্য অঞ্চল | পশ্চিমবঙ্গ, ভারত |
প্রধান ব্যক্তি | নারায়ণ স্বরূপ নিগমচেয়ারম্যান[২] |
পণ্যসমূহ | বিদ্যুৎ |
ওয়েবসাইট | www.wbsedcl.in |
পুরস্কার
সম্পাদনা- পাওয়ার ইন্ডিয়া ২০০৮ এক্সিলেন্স অ্যাওয়ার্ড
- চতুর্থ ভারতীয় বিদ্যুৎ শীর্ষ সম্মেলন পুরস্কার, ২০১০
ইন্ডিয়া টেক-এক্সিলেন্স অ্যাওয়ার্ড, ২০১০
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Company Profile"। WBSEDCL। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০১৪।
- ↑ "Board of Directors"। WBSEDCL। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০১৪।