পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় আম্পানের প্রভাব

পশ্চিমবঙ্গ ২০২০ সালে ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, বিশেষত দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা ও এর শহরতলি এবং উত্তর চব্বিশ পরগনা। আম্পানের প্রভাবগুলির মধ্যে সুন্দরবন অঞ্চলে নদী বাঁধ ভেঙে পরা এবং উপকূলবর্তী এলাকাতে সমুদ্রের জল ঢুকে পরা অন্তর্ভুক্ত ছিল। কেবলমাত্র কলকাতায় ঘূর্ণিঝড়ে ৫০০০ গাছ নষ্ট হয়।[১] সরকার রাজ্যজুড়ে ক্ষয়ক্ষতির পরিমান ১ ট্রিলিয়ন ডলার (১৩.২ বিলিয়ন মার্কিন ডলার) বলে অনুমান করেছে।[২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Niyogi, Subhro; May 22, Saikat Ray | TNN | Updated:; 2020; Ist, 08:37। "Kolkata loses 5,000 trees, experts want shift in plantation pattern | Kolkata News - Times of India"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৫-২২ 
  2. Sabarwal, Harshit (২২ মে ২০২০)। "West Bengal suffered losses of Rs 1 lakh crore due to Cyclone Amphan, says CM Mamata Banerjee"। Hindustan Times। সংগ্রহের তারিখ ২২ মে ২০২০