পশ্চাৎ সংকরায়ন হচ্ছে হাইব্রিডের সাথে এর যে কোন একটি অভিভাবক এর সংকরায়ন। এই প্রক্রিয়ার সাহায্যে অভিভাবকের বৈশিষ্ট্যের মতো সন্তান পাওয়া সম্ভব।

উদ্ভিদের ক্ষেত্রে

সম্পাদনা

সুবিধাসমূহ

সম্পাদনা
  • মাতৃগাছের বৈশিষ্ট্য অক্ষুণ্ণ থাকে।
  • বারবার সঙ্করায়নের ফলে উৎকৃষ্ট মাতৃ উদ্ভিদের হারানোর ঝুঁকি থাকেনা।

অসুবিধাসমূহ

সম্পাদনা
  • মাতৃগাছের গুণাগুণ খুব কম বজায় থাকে।
  • প্রচ্ছন্ন জাত এর ক্ষেত্রে সংকরায়ণ সম্ভব নয়।
  • অবাঞ্ছিত চারার জন্ম দেয়।
  • নতুন জাত উদ্ভাবনে অনেক সময় লাগে।

প্রকার

সম্পাদনা

সাধারণত দুই ভাবে পশ্চাৎ সংকরায়ন হয়ে থাকে।

  • প্রাকৃতিক সংকরায়ন
  • কৃত্রিম সংকরায়ন

প্রাণীর ক্ষেত্র

সম্পাদনা
 
একটি জিনগত পটভূমি থেকে আরেকটি জিনগত পটভূমিতে একটি হেটারোজাইগাস ইঁদুরের পশ্চাৎ সংকরায়ন

প্রাণীদের ক্ষেত্রে সাধারণত প্রচ্ছন্ন জাতের সন্তানের মধ্যে আকাঙ্খিত বৈশিষ্ট্যের জীন প্রবেশ করানোর জন্য এ পদ্ধতিটি ব্যবহার হয়ে থাকে। তাছাড়া ইদানীং সময়ে স্টেম সেল তৈরীতে পশ্চাৎ সংকরায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা