পল অ্যাডেলম্যান হলেন একজন ব্রিটিশ ইতিহাসবিদ যিনি উনিশ শতকের এবং বিংশ শতাব্দীর প্রথমার্ধের ব্রিটিশ রাজনৈতিক ইতিহাসে বিশেষজ্ঞ। অ্যাডেলম্যান জনপ্রিয় সেমিনার স্টাডিজ ইন হিস্ট্রি ধারাবাহিকের চারটি খণ্ড লিখেছেন, [১] স্নাতক এবং অল্প বয়সীদের অধ্যয়নের উদ্দেশ্যে, এবং দুইটি প্রাক-বিশ্ববিদ্যালয় অধ্যয়নের উদ্দেশ্যে হোডার -এর অ্যাক্সেস টু হিস্ট্রি ধারাবাহিক লিখেছেন। অ্যাডেলম্যান হিস্ট্রি টুডে সহ বেশ কয়েকটি জার্নালের জন্যও লিখেছেন। [২] তিনি একজন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক এবং কিংস্টন বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের পাঠক। [৩]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Paul Adelman. ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৩ জুন ২০১৫ তারিখে Taylor & Francis. Retrieved 11 June 2015.
  2. "The British General Election, 1945." History Today. Retrieved 11 June 2015.
  3. The Decline Of The Liberal Party 1910-1931. ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৩ জুন ২০১৫ তারিখে Taylor & Francis. Retrieved 11 June 2015.