পল্টন বাজার
পল্টন বাজার [১][২] (English : Paltan Bazaar ) উত্তর-পূর্ব ভারতের আসাম রাজ্যের গুয়াহাটি শহরের একটি অঞ্চল । ইহা পানবাজার, রেহাবারী, দিগলিপুখুরি ও ফয়ান্সি বাজার দ্বারা বেষ্টিত। গুয়াহাটি শহরের কেন্দ্রস্থিত আসাম পরিবহন, হোটেল ও যোগাযোগের মূল কেন্দ্রস্থল। গুয়াহাটি রেল স্টেশন, এ.এস.টি.সি. বাসস্ট্যান্ড, অনেক হোটেল, রেস্তোরাঁ, অফিস এবং অনেক ব্যক্তিগত বাস আঞ্চলিক পরিষেবা প্রদানকারী স্থল এই অঞ্চলটিকে শহরের ব্যস্ততম ও ঘনবসতিপূর্ণ অঞ্চল করে তোলে। এছাড়া রয়েছে উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন অংশের ঐতিহ্যবাহী পোশাক বিক্রির অনেক ছোট দোকান।
আরো দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ Saikh Md Sabah Al-Ahmed (জুলাই ১১, ২০০৯)। "Whats in a name"। The Assam Tribune। Guwahati। ফেব্রুয়ারি ২২, ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুন ১৪, ২০১২।
- ↑ "Floral tributes being paid to the martyrs of the Assam agitation on the occasion of Martyrs' Day, organised at Swahid Park, Paltan Bazar in Guwahati on"। The Assam Tribune। Guwahati। ডিসেম্বর ১১, ২০১১। জানুয়ারি ৮, ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুন ১৪, ২০১২।