পরিষেবা পদক হল এমন ব্যক্তিদের জন্য একটি পুরস্কার যারা মনোনীত যুদ্ধ, সামরিক অভিযান বা মনোনীত যেকোনো অভিযানে অংশগ্রহণ করেছেন, অথবা যারা বিশ্বাসযোগ্য পদ্ধতিতে নির্দিষ্ট পরিষেবার প্রয়োজনীয়তা পূরণ করেছেন। পরিষেবা পদক হিসেবে কখনও কখনও সামরিক অভিযান পদকও দেওয়া হয়।

পরিষেবা পদকের উদাহরণ সম্পাদনা

যুক্তরাষ্ট্র সম্পাদনা

বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী দ্বারা জারি করা পরিষেবা পদকগুলির মধ্যে দুটি হল জাতীয় প্রতিরক্ষা পরিষেবা পদক এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বযুদ্ধ পরিষেবা পদক৷ জাতীয় প্রতিরক্ষা পরিষেবা পদক সাধারণত নির্দিষ্ট সময়ের মধ্যে সক্রিয় সেবায় যে কাউকে ডাকা হলে তাকে দেওয়া হয়।[১] সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বযুদ্ধ পরিষেবা পদক মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর যেকোন সক্রিয় দায়িত্বশীল সদস্যকে দেওয়া হয় যারা দায়িত্ব পথে নিহত বা আহত না হওয়া পর্যন্ত টানা ৩০ বা ৬০ অধারাবাহিক দিনের জন্য সন্ত্রাসবিরোধী অভিযানে সহায়তা প্রদান করে। "সমর্থন" শব্দটি খুব বিস্তৃতভাবে ব্যাখ্যা করা হয়।[২][৩]

ভারত সম্পাদনা

বিশেষ পরিষেবা পদক হল ভারতীয় সামরিক বাহিনীর একটি সামরিক পরিষেবা পদক। বিশেষ পরিষেবা পদক ছোটখাটো অভিযান বা স্বল্প সময়ের অভিযানের জন্য সক্রিয় পরিষেবার শর্তে প্রদান করা হয়। যে নির্দিষ্ট অভিযানের জন্য এটি প্রদান করা হয় তা নির্দেশ করে পদকের সাথে কীলক দিয়ে ভূষিত করা হয়। পরবর্তী ক্রিয়াকলাপের জন্য যেখানে কীলক অনুমোদিত হয়, সেখানে শুধুমাত্র বিশেষ ক্রিয়াকলাপের নির্দেশক কীলক প্রদান করা হয়। অভিযান স্থানের নাম কীলকের বারে খোদাই করা থাকে।[৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "National Defense Service Medal"The Institute of Heraldry। Office of the Administrative Assistant to the Secretary of the Army। ৪ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০১৫ 
  2. "Global War on Terrorism Service Medal"afpc.af.mil। US Air Force Personnel Center। ২ এপ্রিল ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০১২ 
  3. "§ 578.32 Global War on Terrorism Service Medal."Code of Federal Regulations Title 32 - National Defense। US Government Printing Office। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০১২ 
  4. "Special Service Medal"Official Website of the Indian Army। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০২২