একটি বদ্ধ বক্ররেখার সীমান্ত বরাবর দৈর্ঘ্যকে তার পরিধি বলে।

পরিধি

বৃত্তের পরিধি সম্পাদনা

একটি বৃত্তের পরিধি তার ব্যাস থেকে নির্ণয় করা যায়:

 

অথবা, ব্যাসের পরিবর্তে ব্যাসার্ধ্য হলেও এটি নির্ণয় করা যায়:

 

উপবৃত্তের পরিধি সম্পাদনা

একটি বৃত্ত ৩৬০ ডিগ্রি হয়।

৩৬০ ডিগ্রি=২πr সুতরাং,১ ডিগ্রি=২πr/৩৬০

অনুরুপ ভাবে, ৬০ ডিগ্রি=২πr*৬০/৩৬০ অথবা,৪৫ ডিগ্রি=২πr*৪৫/৩৬০

এখানে π=৩.১৪১৬ এবং r হলো বৃত্তের ব্যাসার্ধ।

উপবৃত্তের পরিধি ব্যাসার্ধের এককে প্রকাশ হবে।