পরম (সুপার কম্পিউটার)

ভারতের নকশা ও একত্রিত করা সুপার কম্পিউটারের সিরিজ

পরম হল ভারতীয় সুপারকম্পিউটারগুলির একটি সিরিজ, যা পুনেতে সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্সড কম্পিউটিং (C-DAC) দ্বারা নকশা এবং একত্রিত করা হয়েছে। পরম (PARAM) এর অর্থ সংস্কৃত ভাষায় "সর্বোচ্চ", যেখানে "PARAllel Machine" এর সংক্ষিপ্ত রূপও তৈরি করা হয়। ২০২২ সালের নভেম্বর পর্যন্ত, সিরিজের দ্রুততম মেশিন হল পরম সিদ্ধি এআই, যা বিশ্বের ১৬৩তম স্থানে রয়েছে, যার Rpeak ৫.২৬৭ পেটাফ্লপ। [১]

পরম
গঠিত১৯৮০-এর দশকের শেষের দিকে
ধরনসুপার কম্পিউটার
প্রধান প্রতিষ্ঠান
সেন্টার ফর ডেভেলপমেন্ট অব অ্যাডভান্সড কম্পিউটিং (সি-ড্যাক)

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "TOP500 List - November 2023 | TOP500"www.top500.org। সংগ্রহের তারিখ ২০২৩-১১-১৩ 

বহিঃসংযোগ

সম্পাদনা