পমেটো

আলু ও টমেটোর সংকর উদ্ভিদ

পমেটো হল সংকরিত উদ্ভিদ যা একটি টমেটো গাছ ও আলু গাছকে একসঙ্গে কলমের মাধ্যমে উৎপাদিত হয়, উভয়ই সোলানাসিয়া পরিবারের সদস্য। চেরি টমেটো উদ্ভিদের লতাগুলোতে বেড়ে ওঠে যখন একই উদ্ভিদ থেকে সাদা আলু মাটিতে জন্মায়।[১] আলু ও টমেটো গাছের প্রোটোপ্লাস্ট ফিউশন এর মাধ্যমে এই জাত উদ্ভাবন করা হয়েছে।[২]

প্রেক্ষাপট সম্পাদনা

১৯ শতকের শুরুর দিকে আলু ও টমেটো কলম সম্পর্কিত ধারণাটি তৈরি হয় যাতে একই উদ্ভিদ থেকে আলু ও টমেটো উভয়ই উৎপাদিত হয়।[৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Greene, David (২৭ সেপ্টেম্বর ২০১৩)। "TomTato Is The Latest Wonderplant"NPR News। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১৩ 
  2. হাসান, প্রফেসর ড. মোহাম্মদ আবুল (১৯৭৪)। জীববিজ্ঞান প্রথম পত্র। ১৫-১৬, প্যারী দাস রোড, বাংলাবাজার, ঢাকা।: হাসান বুক হাউস। পৃষ্ঠা ৩৭৬। 
  3. Le Bon jardinier, almanach। ১৮৩৩।