পদ্মনিধি ধর

ভারতীয় রাজনীতিবিদ

পদ্মনিধি ধর (২১ জুলাই ১৯৩৫ - ১১ জুলাই ২০২০) পশ্চিমবঙ্গের ডোমজুর বিধানসভা কেন্দ্রের তিনবারের বিধায়ক ছিলেন। তিনি ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) থেকে ১৯৯১, ১৯৯৬ এবং ২০০১ সালে পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভায় নির্বাচিত হন।

পদ্মনিধি ধর
পদ্মনিধি ধর স্মৃতিসৌধ
পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য (১৯৯১-২০০৬)
সংসদীয় এলাকাডোমজুর
ব্যক্তিগত বিবরণ
জন্ম২১ জুলাই ১৯৩৫
মৃত্যু১১ জুলাই ২০২০
রাজনৈতিক দলভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)

জীবন ও রাজনীতি সম্পাদনা

তিনি ১৯৩৫ সালের ২১ জুলাই অবিভক্ত বাংলার বরিশাল জেলার বাইশারী গ্রামে জন্মগ্রহণ করেন। বাইশারী উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীতে পড়ার সময় তার পরিবার পশ্চিমবঙ্গে চলে আসে এবং টিফিন বাজার এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন।[১] তিনি বলী জোরা অশ্বথতলা স্কুল থেকে তার স্কুলিং শেষ করেন এবং কলকাতার সুরেন্দ্রনাথ কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি প্রাইভেট ছাত্র হিসেবে বাংলা ও ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি রেল হকারের কাজ করতেন। তিনি ২০২০ সালের ১১ জুলাই মারা যান।[২][১] তিনি এসএফআই অল ইন্ডিয়া জয়েন্ট সেক্রেটারি দীপ্সিতা ধর-এর দাদা।

পদ্মনিধি ধর প্রথম ১৯৫৬ সালে বাংলা বিহার একীকরণের বিরুদ্ধে রাজনৈতিক আন্দোলনের সময় এক মাসের জন্য জেলে যান।[৩] তারপর ১৯৬৬ সালে আবারও গ্রেপ্তার হন এবং পিডি অ্যাক্টে এক বছরের জন্য জেলে যান, কারণ তিনি খাদ্য আন্দোলনে সক্রিয় ছিলেন।[৩] তিনি ১৯৬০ সালে সিপিআই-এর হাওড়া জেলা কমিটিতে নির্বাচিত হন।[৩] পরে তিনি সিপিআই(এম) হাওড়া জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য হন।

তার মৃত্যুর পর পদ্মনিধি ধর মেমোরিয়াল ট্রাস্ট গঠিত হয়, যেখানে তারা রক্তদান শিবির, পরীক্ষামূলক কর্মশালা ইত্যাদি সহ বিভিন্ন সামাজিক, কল্যাণমূলক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করে।[৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "প্রবীণ সিপিআই(এম) নেতা ও ডোমজুড়ের প্রাক্তন বিধায়ক কমরেড পদ্মনিধি ধর প্রয়াত"Ganashakti Bengali (ইংরেজি ভাষায়)। ২০২০-০৮-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৩-০৯ 
  2. "বালি অঞ্চলের কমিউনিস্ট আন্দোলনের পুরোধা পদ্মনিধি ধর প্রয়াত -" (ইংরেজি ভাষায়)। ২০২০-০৭-১১। সংগ্রহের তারিখ ২০২১-০৩-০৯ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "ডোমজুড়ে 'আমরা আক্রান্ত'র প্রার্থী প্রতিমার ভরসা সিপিএম"Ei Samay। সংগ্রহের তারিখ ২০২১-০৩-০৯ 
  4. সংবাদদাতা, নিজস্ব। "Bllod Donation Camp: পদ্মনিধি স্মরণে রক্তদান বালিতে"www.anandabazar.com। সংগ্রহের তারিখ ২০২২-০৭-২১