ন্যূনতম বিচ্যুতি কোণ

প্রিজমের আপাতন কোণ বিচ্যুতি কোণের সাথে ব্যস্তানুপাতিক আপতন কোণের মান ধীরে ধীরে বাড়াতে থাকলে বিচ্যুতি কোণের মান কমতে থাকে।বিচ্যুতি কোণের মান কমতে কমতে একটি সর্বনিম্ন মানে পৌছার পর এটি আর না কমে আপতন কোণের বৃদ্ধির সাথে সাথে বাড়তে থাকে।বিচ্যুতি কোণের এই সর্বনিম্ন মানকে ন্যূনতম বিচ্যুতি কোণ বলে।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান,শাজাহান তপন। ৯ম অধ্যায়। পৃষ্ঠা ৩৩৮।