ন্যাশনাল পিপলস পার্টি (বাংলাদেশ)
(ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি থেকে পুনর্নির্দেশিত)
ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) বাংলাদেশের একটি রাজনৈতিক দল। জাতীয় পার্র্টির সাবেক নেতা শওকত হোসেন নিলুর নেতৃত্বে ১৯ জুলাই ২০০৭ সালে এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে।[১] দলটি বর্তমানে দুইটি অংশে বিভক্ত। একটি বিশ দলীয় জোটের শরিক অপরটি এনডিএফ নামে নতুন জোটের নেতৃত্ব দিচ্ছে।
ন্যাশনাল পিপলস পার্টি National People’s Party | |
---|---|
সদর দপ্তর | ঢাকা, বাংলাদেশ |
নির্বাচনী প্রতীক | |
আম |
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "নতুন দল ন্যাশনাল পিপলস পার্টি -র আত্মপ্রকাশ"। bdnews24.com। ১৯ জুলাই ২০০৭। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০১৮।