ন্যাশনাল টিউবস লিমিটেড
ন্যাশনাল টিউবস লিমিটেড বাংলাদেশ সরকারের মালিকানাধীন একটি সংস্থা যা ধাতব পাইপ উৎপাদন করে।[১] এটি ছিল বাংলাদেশের প্রথম ও বৃহত্তম পাইপ উৎপাদনকারী সংস্থা।[২] মোঃ রইস উদ্দিন ও এস.এম জিয়াউল হক যথাক্রমে সংস্থার চেয়ারপার্সন ও ব্যবস্থাপনা পরিচালক। [৩]
গঠিত | ১৯৬৪ |
---|---|
সদরদপ্তর | ঢাকা, বাংলাদেশ |
যে অঞ্চলে কাজ করে | বাংলাদেশ |
দাপ্তরিক ভাষা | বাংলা |
ওয়েবসাইট | National Tubes Limited |
ইতিহাস
সম্পাদনাআদমজী গ্রুপ ১৯৬৬ সালে টঙ্গী শিল্পাঞ্চলে ন্যাশনাল টিউবস লিমিটেড প্রতিষ্ঠা করেছিল। বাংলাদেশের স্বাধীনতার পরে ১৯৭২ সালে এই সংস্থাটিকে জাতীয়করণ করা হয়। ১৯৮৯ সালে সরকার ঢাকা স্টক এক্সচেঞ্জে ৪৯ শতাংশ শেয়ার লোড করে; সংস্থাটিকে পাবলিক লিমিটেড সংস্থায় রূপান্তর করা। সংস্থার তিনটি ইউনিট ছিল যথাক্রমে ১৯৬৪, ১৯৮০ এবং ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। প্রথম ইউনিটটি ১৯৯৩ সালে বাতিল করা হয়েছিল। [২][৪]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Proper govt guidance is key to sustainable growth"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ৯ অক্টোবর ২০১১। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০২০।
- ↑ ক খ ন্যাশনাল টিউবস লিঃ। ntl.gov.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০২০।
- ↑ "Board of Directors"। ntl.gov.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০২০।
- ↑ "State-owned National Tubes Limited returning to profit"। unb.com.bd (English ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০২০।
বাংলাদেশ বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |