ন্যাশনাল গার্ড মন্ত্রণালয়

ন্যাশনাল গার্ড মন্ত্রণালয় ( আরবি: وزارة الحرس الوطني ) একটি মন্ত্রিপরিষদ-স্তরের মন্ত্রণালয় এবং সৌদি আরব সরকারের প্রধান সামরিক সেক্টরগুলির মধ্যে একটি, নিরাপত্তা এবং জাতীয় প্রতিরক্ষা বিষয়গুলির জন্য দায়ী। সৌদি আরবের ন্যাশনাল গার্ড ন্যাশনাল গার্ড মন্ত্রণালয়ের প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন।

ন্যাশনাল গার্ড মন্ত্রণালয়
আরবি: وزارة الحرس الوطني
ন্যাশনাল গার্ড মন্ত্রণালয়ের পতাকা

আবদুল্লাহ বিন বন্দর আল সৌদ , ২০১৮ সাল থেকে ন্যাশনাল গার্ডের বর্তমান মন্ত্রী
সংস্থার রূপরেখা
গঠিত১৯৪৭; ৭৭ বছর আগে (1947)
যার এখতিয়ারভুক্তসৌদি সরকার
সদর দপ্তররিয়াদ
দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী
দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী
  • আব্দুল মোহসেন আল-তুওয়াইজিরি
সংস্থা নির্বাহী
মূল বিভাগমিলিটারি সার্ভিস কাউন্সিল
ওয়েবসাইটঅফিসিয়াল ওয়েবসাইট

মন্ত্রীরা

সম্পাদনা

বর্তমান মন্ত্রী হলেন যুবরাজ আবদুল্লাহ বিন বান্দর, যিনি ২৭ ডিসেম্বর ২০১৮ এ এই পদে নিযুক্ত হন। উপমন্ত্রী হলেন আবদুলমোহসেন বিন আবদুল আজিজ আল-তুওয়াইজরি । মন্ত্রণালয়ের সামরিক যন্ত্রপাতির প্রধান হলেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আল-নাহিদ। []

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Al-Tuwaijri named deputy minister of National Guard"। জুলাই ২০১৩। 

বহিঃসংযোগ

সম্পাদনা