ন্যাশনাল কমিশন ফর হিউম্যান ডেভেলপমেন্ট (পাকিস্তান)

ন্যাশনাল কমিশন ফর হিউম্যান ডেভেলপমেন্ট (এনসিএইচডি) (উর্দু: قومی افسریہ برائے انسانی ترقی) ২০০২ সালে পাকিস্তানের মন্ত্রিপরিষদ বিভাগের অধীনে একটি বিধিবদ্ধ স্বায়ত্তশাসিত ফেডারেল সংস্থা হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল,যা পাকিস্তানে মানব উন্নয়ন প্রচেষ্টাকে সমর্থন ও বৃদ্ধি করার ভূমিকার রাখে। কিন্তু পরবর্তীতে ১৮ তম সংশোধনীর অধীনে ফেডারেল শিক্ষা ও পেশাগত প্রশিক্ষণ মন্ত্রনালয়ে স্থানান্তরিত হয়।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "NCHD`s ending: a national catastrophe"DAWN.COM। অক্টোবর ৯, ২০০৮। 

বহিঃসংযোগ সম্পাদনা