ন্যাশনাল ইংলিশ স্কুল, কলকাতা

ন্যাশনাল ইংলিশ স্কুল একটি সহশিক্ষা প্রতিষ্ঠান (নার্সারি - দ্বাদশ শ্রেণি), যা ভারতের কলকাতার বাগুয়াটিতে অবস্থিত। এটি কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনের অধিভুক্ত। এটি ২০০০ সালে সমাজসেবী সুধীর কুমার সাহা প্রতিষ্ঠা করেছিলেন। ২০০৮ সালে রাজারহাটে একটি ক্যাম্পাস প্রতিষ্ঠিত হয়। ২০১৭ সালে, ন্যাশনাল কলেজ অব এডুকেশন নামে একটি বি.এড কলেজও প্রতিষ্ঠিত হয়েছিল শিক্ষকদের ব্যাচেলর অফ এডুকেশন (বি.এড) ডিগ্রির প্রশিক্ষণের জন্য। [১] [২] [৩] [৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "National English School"www.neschool.org। ১ আগস্ট ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০১৮ 
  2. "National English School – B. Ed College"www.neschool.org। ২১ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০১৮ 
  3. Phillips, Althea (২৯ জুন ২০১৭)। "National College of Education inaugurated at Rajarhat"The Times of India। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০১৮ 
  4. "National Council for Teacher Education"www.ercncte.org। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০১৮