নেলসন ক্রিকেট ক্লাব

ল্যাঙ্কাশায়ার লীগের ক্লাব
নেলসন ক্রিকেট ক্লাব
লীগ ল্যাঙ্কাশায়ার লীগ
মাঠ সিডহিল, নেলসন, ল্যাঙ্কাশায়ার
পেশাদার রায়ান বেইলি (দক্ষিণ আফ্রিকা)
২০১৫ লীগ অবস্থান ১০ম

নেলসন ক্রিকেট ক্লাব (ইংরেজি: Nelson Cricket Club) ল্যাঙ্কাশায়ারের নেলসন এলাকার সিডহিলভিত্তিক ক্রিকেট ক্লাব। ক্লাবটি ইংল্যান্ডের ল্যাঙ্কাশায়ার লীগে খেলে থাকে। নিজেদের অনুশীলনীর জন্যে নেলসনের সিডহিল মাঠ ব্যবহার করে। ২০১৬ মৌসুমে নীল থম্পসন অধিনায়কত্ব করেন ও তাদের পেশাদার খেলোয়াড় হিসেবে রয়েছেন রায়ান বেইলি।

১৮৬১ সালে দুইটি স্থানীয় ক্লাবকে একীভূত করে নেলসন ক্রিকেট ক্লাব গঠন করা হয়। ১৮৯২ সালে ল্যাঙ্কাশায়ার লীগ প্রবর্তনকালে ক্লাবটি প্রতিষ্ঠাতা সদস্যের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। চ্যাম্পিয়নশীপের উদ্বোধনী মৌসুমেই ক্লাবটি শিরোপা জয়লাভে সক্ষমতা দেখায়। এরপর থেকে ক্লাবটি ২১বার লীগের শিরোপা জয় করে। এ সংখ্যাটি অন্য যে-কোন ক্লাবের তুলনায় সর্বাধিক। এ ক্লাবের লিয়ারি কনস্ট্যান্টাইন, কপিল দেবস্টিভ ওয়াহ’র ন্যায় বিখ্যাত ক্রিকেটারদের অংশগ্রহণ ছিল।[]

সম্মাননা

সম্পাদনা
  • ১ম একাদশ লীগ বিজয়ী - ২১ - ১৮৯২, ১৮৯৫, ১৮৯৬, ১৯০৩, ১৯১১, ১৯২৮, ১৯২৯, ১৯৩১, ১৯৩২, ১৯৩৪, ১৯৩৫, ১৯৩৬, ১৯৩৭, ১৯৪৬, ১৯৬৫, ১৯৬৭, ১৯৬৯, ১৯৮৬, ১৯৯৪, ১৯৯৮, ১৯৯৯
  • ওরস্লি কাপ বিজয়ী - - ১৯২০, ১৯২৬, ১৯২৮, ১৯৩১, ১৯৩৪, ১৯৬২, ১৯৬৫, ১৯৯৫, ২০০৬
  • রন সিঙ্গলটন কোলন ট্রফি - - ২০০০ (যৌথভাবে)
  • ২য় একাদশ লীগ বিজয়ী - ১৫ - ১৮৯৬, ১৯০৯, ১৯১১, ১৯২৫ (যৌথভাবে), ১৯২৮, ১৯৩২, ১৯৫৬, ১৯৫৭, ১৯৫৮, ১৯৯০, ১৯৯৬, ২০০৮, ২০০৯, ২০১১, ২০১৪
  • ২য় একাদশ (ল্যাঙ্কাশায়ার টেলিগ্রাফ) কাপ বিজয়ী - - ১৯৯৪, ২০০৮, ২০০৯, ২০১৩
  • ৩য় একাদশ লীগ বিজয়ী - - ২০০৩, ২০০৭, ২০০৯, ২০১৩
  • ৫০ ওভারে সর্বোচ্চ রান - ৩৩৬/৪ ব কোলন, নেলসন, ২৫ মে, ২০০৮

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা