নেপালের কমিউনিস্ট পার্টি (সংযুক্ত মার্কসবাদী)

নেপালের কমিউনিস্ট পার্টি (সংযুক্ত মার্কসবাদী), नेपाल कम्युनिस्ट पार्टी (संयुक्त मार्क्सवादी)) নেপালের একটি সাম্যবাদী রাজনৈতিক দল যা ২০০৫ থেকে ২০১৩ পর্যন্ত বিদ্যমান ছিল।।

নেপালের কমিউনিস্ট পার্টি (সংযুক্ত মার্কসবাদী)
Communist Party of Nepal (United Marxist)
नेपाल कम्युनिष्ट पार्टी (संयुक्त मार्क्सवादी)
সভাপতিহেমন্ত বি. সি.[]
সচিবলোক নারাযণ সুবেদী[]
প্রতিষ্ঠা২০০৫
ভাঙ্গন২০১৩
একীভূতকরণCPN (United)
CPN (Marxist)
পরবর্তীCommunist Party of Nepal (2013)
ছাত্র শাখাNepal Progressive Student Federation
ভাবাদর্শসাম্যবাদ,
মার্কসবাদ
রাজনৈতিক অবস্থানবামপন্থী রাজনীতি
নির্বাচনী প্রতীক
দলীয় পতাকা
নেপালের রাজনীতি

ইতিহাস

সম্পাদনা

নেপালের কমিউনিস্ট পার্টি (সংযুক্ত) এবং নেপালের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) ২০০৫ সালে একীভূত হয়ে এই দলটি প্রতিষ্ঠা করে।[] ২০০৬ সালের নেপালী বিপ্লবের সময় দলটি সংযুক্ত বামমোর্চার সদস্য ছিল।

সিপিএন (সংযুক্ত) এর সাধারণ সম্পাদক বিষ্ণু বাহাদুর মানন্ধর পার্টির সাধারণ সম্পাদক ছিলেন কিন্তু পরে পদত্যাগ করেন এবং সিপিএন (মার্কসবাদী) এর সভাপতি প্রভু নারায়ণ চৌধুরী ছিলেন দলের সভাপতি। প্রতিষ্ঠাকালীন একীকরণ সম্মেলনে ৩৪ সদস্যের কেন্দ্রীয় কমিটি এবং ৮২ সদস্যের জাতীয় কাউন্সিলও নির্বাচিত হয়।[] সিপিএন (সংযুক্ত মার্কসবাদী)-এর ট্রেড ইউনিয়ন শাখা ছিল নেপাল প্রগ্রেসিভ ট্রেড ইউনিয়ন ফেডারেশন (এনপিটিইউএফ) এবং পার্টির ছাত্র শাখা ছিল নেপাল প্রগ্রেসিভ স্টুডেন্ট ফেডারেশন (এনপিএসএফ)।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "The Rising Nepal"। ১৫ নভেম্বর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০১৬ 
  2. "International Nepal Solidarity Network » New Party CPN (United-Marxist) created"। ২০০৫-১২-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০২-০৩ 
  3. [১][স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]