নেনেৎস ভাষাসমূহ
নেনেৎস (অতীতে ইউরাক) হচ্ছে উত্তর রাশিয়ায় নেনেৎস জাতি দ্বারা ব্যবহৃত দুটি সম্পর্কিত ভাষা। যদিও এই ভাষাগুলিকে প্রায়শই একই ভাষার দুটি উপভাষা হিসাবে গণ্য করা হয়, এই ভাষা দুটির পারস্পরিক বোধগম্যতা কম। ভাষা দুটি হলো তুন্দ্রা নেনেৎস এবং আরণ্যক নেনেৎস। এর মধ্যে বৃহত্তর ভাষাটি হলো তুন্দ্রা নেনেৎস, যেটির বক্তার সংখ্যা ৩০,০০০ থেকে ৪০,০০০[৪][৫] এবং এর ভৌগলীক বিস্তৃতি হলো কানিন উপদ্বীপ থেকে ইয়েনিসেই নদী অবধি।[৬] অন্য ভাষাটি হলো আরণ্যক নেনেৎস যেটি আগান, পুর, লিয়ামিন এবং নাদিম নদীগুলির আশেপাশের অঞ্চলে বসবাসকারী প্রায় ১,০০০ থেকে ১,৫০০০ জন ব্যবহার করেন।[৪][৫]
নেনেৎস | |
---|---|
দেশোদ্ভব | রাশিয়া |
অঞ্চল | নেনেৎস স্বশাসিত ওক্রুগ, ইয়ামালো-নেনেৎস স্বশাসিত ওক্রুগ, ক্রাজ্নোইয়ার্কস ক্রাই, কোমি গণরাজ্য, মুর্মান্সক ওব্লাস্ত |
জাতিতত্ত্ব | ৪৪,৬০০ নেনেৎস জাতি (২০১০ জনগণনা)[১] |
মাতৃভাষী | ২১,৯২৬ (২০১০ জনগণনা)[২] |
উরালীয়
| |
উপভাষাসমূহ | |
ভাষা কোডসমূহ | |
আইএসও ৬৩৯-৩ | yrk |
গ্লোটোলগ | nene1249 [৩] |
নেনেৎস ভাষাসমূহের সাধারণ বৈশিষ্ট্যসম্পাদনা
তুন্দ্রা নেনেৎসেরর ১৬টি ক্রিয়ার ভাব, যার অধিকাংশর মাধ্যমে হয় অবশ্যম্ভাবিতার বিভিন্ন মাত্রা প্রতিফলিত হয়, যেগুলি বাংলায় নির্দেশমূলক বিবৃত বোঝায়, অথবা অনুজ্ঞাসূচকের বিভিন্ন দৃঢ়তার মাত্রা বোঝায়।[৭] নেনেৎস ভাষার একটি অতিরিক্ত বৈশিষ্ট্য হলো প্রায় সমস্ত ব্যঞ্জনধ্বনির নিয়মানুগভাবে তালব্যীভবনের প্রবর্তন। প্রত্ন-সামোয়েদীয় ভাষায় বিভিন্ন স্বরগুণের মধ্যে বৈপরীত্য থেকে এটি উত্পন্ন।[৮]
- *Cä, *Ca → *Cʲa, *Ca
- *Ce, *Cë → *Cʲe, *Ce
- *Ci, *Cï → *Cʲi, *Ci
- *Cö, *Co → *Cʲo, *Co
- *Cü, *Cu → *Cʲu, *Cu
এছাড়াও *k এবং *ŋ কন্ঠ্য ধ্বনিগুলি তালব্যীভবনের হয়ে যথাক্রমে *sʲ এবং *nʲ হয়েছে। তুন্দ্রা অঞ্চলে কথিত অন্যান্য সামোয়েদীয় ভাষা, যেমন এনেৎস , ঙানাসান এবং ইউরাৎস ভাষাগুলিতেও একই রকম পরিবর্তন ঘটেছে।
তুন্দ্রা এবং আরণ্যক নেনেৎসের পার্থক্যসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ এথ্নোলগে নেনেৎস ভাষাসমূহ (১৮তম সংস্করণ, ২০১৫)
- ↑ "ভ্লাদেনিয়ে ইয়াজকামি নাসেলেনিয়েম রসিয়িসকয় ফেদেরাৎসি" ВЛАДЕНИЕ ЯЗЫКАМИ НАСЕЛЕНИЕМ РОССИЙСКОЙ ФЕДЕРАЦИИ [ভাষা অনুযায়ী রুশ যুক্তরাষ্ট্রের জনসংখ্যা] (PDF)। gks.ru (রুশ ভাষায়)। ফেডেরাল স্টেট স্ট্যাটিস্টিক্স সার্ভিস। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০১৮।
- ↑ হ্যামারস্ট্রোম, হারাল্ড; ফোরকেল, রবার্ট; হাস্পেলম্যাথ, মার্টিন, সম্পাদকগণ (২০১৭)। "Nenets"। গ্লোটোলগ ৩.০ (ইংরেজি ভাষায়)। জেনা, জার্মানি: মানব ইতিহাস বিজ্ঞানের জন্য ম্যাক্স প্লাংক ইনস্টিটিউট।
- ↑ ক খ "নেনেৎস"। ethnologue.com। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০১৮।
- ↑ ক খ সালমিয়েন, তাপানি; অ্যাকেরমান, ফ্যারেল (২০০৬)। "নেনেৎস"। ব্রাউন, কীথ। Encyclopedia of Languages & Linguistics [ভাষা ও ভাষাবিজ্ঞান বিশ্বকোষ]। ৮ (২ সংস্করণ)। অক্সফোর্ড, ইংল্যান্ড: এলসেভিয়ার। পৃষ্ঠা ৫৭৭–৫৭৯।
- ↑ পেতের স্তারোভেরোভ (২০০৬)। Vowel deletion and stress in Tundra Nenets। মস্কো, রাশিয়া। পৃষ্ঠা ১।
- ↑ "Tundra Nenets grammatical sketch"। www.helsinki.fi। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০১৮।
- ↑ Sammallahti, Pekka (১৯৮৮), "Historical phonology of the Uralic languages, with special reference to Samoyed, Ugric, and Permic", The Uralic Languages: Description, History and Foreign Influences, Leiden: Brill, পৃষ্ঠা 478–554