শহীদ নূর হোসেন দিবস বাংলাদেশের একটি জাতীয় দিবস। ১৯৮৭ সালের এরশাদবিরোধী আন্দোলনে শহীদ নূর হোসেনের স্মরণে প্রতি বছর ১০ নভেম্বর দিনটি পালন করা হয়।[১] নূর হোসেন পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন। আন্দোলনের সময় তিনি বুকে "স্বৈরাচার নিপাত যাক" এবং পিঠে "গণতন্ত্র মুক্তি পাক" স্লোগান লিখে মিছিলে যোগ দেন এবং একপর্যায়ে পুলিশের গুলিতে নিহত হন।[২] বিভিন্ন সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে নূর হোসেন নিহত হওয়ার দিনটিকে স্মরণীয় করে রাখে।[৩] দিনটিকে প্রথমে ঐতিহাসিক ১০ নভেম্বর হিসেবে পালন করা হলেও, আওয়ামী লীগ দিনটিকে "নূর হোসেন দিবস" হিসেবে পালন করতে শুরু করে।[৪]

নূর হোসেন, দিনু আলম এর তোলা স্বৈরাচার নীপাত যাক// বুকে লেখা ছবিতে ১৯৮৭ সালের ১০ই নভেম্বর পুলিশের গুলিতে নিহত হবার মিনিট দশেক আগে আন্দোলনরত।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "শহীদ নূর হোসেন দিবস আজ"banglanews24.com। ১০ নভেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০২৩ 
  2. "শহীদ নূর হোসেনের সেই ছবি তোলার বিবরণ আলোকচিত্রী দিনু আলম এর মুখে"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০২৩ 
  3. "আজ শহীদ নূর হোসেন দিবস"সমকাল। ১৫ জানুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০২৩ 
  4. "শহীদ নূর হোসেন এখন শুধুই ইতিহাস"jagonews24.com। ৯ নভেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০২৩ 

আরও পড়ুন সম্পাদনা