নূর হোসেন দিবস
শহীদ নূর হোসেন দিবস বাংলাদেশের একটি জাতীয় দিবস। ১৯৮৭ সালের এরশাদবিরোধী আন্দোলনে শহীদ নূর হোসেনের স্মরণে প্রতি বছর ১০ নভেম্বর দিনটি পালন করা হয়।[১] নূর হোসেন পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন। আন্দোলনের সময় তিনি বুকে "স্বৈরাচার নিপাত যাক" এবং পিঠে "গণতন্ত্র মুক্তি পাক" স্লোগান লিখে মিছিলে যোগ দেন এবং একপর্যায়ে পুলিশের গুলিতে নিহত হন।[২] বিভিন্ন সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে নূর হোসেন নিহত হওয়ার দিনটিকে স্মরণীয় করে রাখে।[৩] দিনটিকে প্রথমে ঐতিহাসিক ১০ নভেম্বর হিসেবে পালন করা হলেও, আওয়ামী লীগ দিনটিকে "নূর হোসেন দিবস" হিসেবে পালন করতে শুরু করে।[৪]

তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "শহীদ নূর হোসেন দিবস আজ"। banglanews24.com। ১০ নভেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০২৩।
- ↑ "শহীদ নূর হোসেনের সেই ছবি তোলার বিবরণ আলোকচিত্রী দিনু আলম এর মুখে"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০২৩।
- ↑ "আজ শহীদ নূর হোসেন দিবস"। সমকাল। ১৫ জানুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০২৩।
- ↑ "শহীদ নূর হোসেন এখন শুধুই ইতিহাস"। জাগো নিউজ। ৯ নভেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০২৩।
আরও পড়ুন
সম্পাদনা- নূর হোসেন: 'শরীরে শ্লোগান লিখেছিলাম আমি, তার মৃত্যুর জন্য আমি নিজেকেই দায়ী ভাবতাম', বিবিসি বাংলা
- সেই খোলা বুকের ছবির পিছনের ইতিহাস, দৈনিক জনকণ্ঠ
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |