নূর নদী

ইরানের নদী

নূর নদী বা নূর নদী হল মাজান্দারন প্রদেশে অবস্থিত উত্তর ইরানের একটি নদী। এটি আলবুর্‌জ পর্বতমালার মধ্য দিয়ে প্রবাহিত হয়। এটি পূর্ব দিকে বালাদেহ শহরের কোল ঘেষে হারাজ নদীতে পতিত হয়।

নূর নদী

গতিপথ সম্পাদনা

নূর নদী পশ্চিমের ৩১৭০ মিটার উচ্চতায় সৃষ্টি হয়েছে। এটি সাধারণত পূর্ব দিকে যায় এবং ৭০০ মিটার উচ্চতায় হারাজ নদীতে পতিত হয়।

১৮৯৮ সালে স্কটিশ ভৌগোলিক ম্যাগাজিনে নূর নদীর গতিপথের কিছু অংশ বর্ণনা করা হয়েছিল:[১]

"ইয়ালু গিরিখাতে পৌঁছে নুর নদী বিপুল আগ্নেয়শিলা ও নবশিলার মধ্যে দিয়ে ডান দিকে মোড় নেয়। এই সময় নদীর পানির রঙ উজ্জ্বল মেঘাচ্ছন্ন কৃষ্ণ বর্ণের। নদীর পানির রঙ ইয়ালু উপত্যকার পার্শ্ববর্তী গ্রামে প্রাপ্ত তুষারশুভ্র জিপসামের রঙের একদম বিপরীত। এইসব বৈশিষ্ট্য নদীটিকে ছবিসম সুন্দর করে তুলেছে। নূর নদী বালাদে পৌঁছে অতি দ্রুত পূর্বে মোড় নেয় এবং পাঞ্জাবের একটি বড় নদীতে মিলিত হয়।"

আলবার্জ নদী ও পর্বতমালার মানচিত্র সম্পাদনা

টেমপ্লেট:Central Alborz

তথ্যসূত্র সম্পাদনা

  1. Wells, H. L. (1898) "Across the Elburz Mountains to the Caspian Sea" Scottish Geographical Magazine 14: pp.1-9, page 2