নূর টিভি (সংযুক্ত আরব আমিরাত)
ফার্সি ভাষার প্রথম সুন্নি ইসলামি টেলিভিশন চ্যানেল
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। |
নূর টিভি (ফার্সি: شبكه جهانى نور) ফার্সি ভাষার একটি টেলিভিশন চ্যানেল। এটি ফার্সি ভাষার প্রথম সুন্নি ইসলামি টেলিভিশন চ্যানেল। এই চ্যানেলটি সংযুক্ত আরব আমিরাতের দুবাই মিডিয়া সিটি থেকে পরিচালিত হয়। এটি ফার্সি ভাষায় মূলত সুন্নি ধর্মীয় অনুষ্ঠান এবং প্রামাণ্যচিত্র প্রচার করে। এছাড়া উমর ও মহাবীর গাজী সালাউদ্দিনের মতো ফার্সি ভাষায় ডাবিংকৃত সুন্নি ধর্মীয় নাটক প্রচার করে।
নূর টিভি | |
---|---|
উদ্বোধন | ২০১০ |
দেশ | সংযুক্ত আরব আমিরাত |
ভাষা | ফার্সি ভাষা |
প্রধান কার্যালয় | দুবাই মিডিয়া সিটি |
ওয়েবসাইট | www |
বহিঃসংযোগ
সম্পাদনা- অফিসিয়াল ওয়েবসাইট[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] (ফার্সি)
- অফিসিয়াল ওয়েবসাইট (ইংরেজি)