নূর টিভি (সংযুক্ত আরব আমিরাত)

ফার্সি ভাষার প্রথম সুন্নি ইসলামি টেলিভিশন চ্যানেল

নূর টিভি (ফার্সি: شبكه جهانى نور) ফার্সি ভাষার একটি টেলিভিশন চ্যানেল। এটি ফার্সি ভাষার প্রথম সুন্নি ইসলামি টেলিভিশন চ্যানেল। এই চ্যানেলটি সংযুক্ত আরব আমিরাতের দুবাই মিডিয়া সিটি থেকে পরিচালিত হয়। এটি ফার্সি ভাষায় মূলত সুন্নি ধর্মীয় অনুষ্ঠান এবং প্রামাণ্যচিত্র প্রচার করে। এছাড়া উমরমহাবীর গাজী সালাউদ্দিনের মতো ফার্সি ভাষায় ডাবিংকৃত সুন্নি ধর্মীয় নাটক প্রচার করে।

নূর টিভি
উদ্বোধন২০১০
দেশসংযুক্ত আরব আমিরাত
ভাষাফার্সি ভাষা
প্রধান কার্যালয়দুবাই মিডিয়া সিটি
ওয়েবসাইটwww.nourtv.net

বহিঃসংযোগ

সম্পাদনা