নোয়াপাড়া জেলা

ভারতবর্ষের ওড়িশা রাজের একটি জেলা
(নূয়াপড়া জেলা থেকে পুনর্নির্দেশিত)

নূয়াপড়া জেলা (ওড়িয়া: ନୂଆପଡ଼ା ଜିଲ୍ଲା, প্রতিবর্ণী. নূআপড়া জিল্লা) পূর্ব ভারতে অবস্থিত ওড়িশা রাজ্যের ৩০ টি জেলার একটি জেলা৷ ১৫ই কার্তিক ১৩৫৬ বঙ্গাব্দে(১লা নভেম্বর ১৯৪৯ খ্রিষ্টাব্দ) সম্বলপুর জেলার নূয়াপড়া মহকুমা কালাহান্ডি জেলার সঙ্গে যুক্ত করা হয়৷ আবার ১৩ই চৈত্র ১৩৯৯ বঙ্গাব্দে(২৭শে মার্চ ১৯৯৩ খ্রিষ্টাব্দ) জেলাটির থেকে নূয়াপড়া মহকুমা পৃৃথক করে নতুন নূয়াপড়া গঠন করা হয়৷ জেলাটি ওড়িশার দক্ষিণ ওড়িশা বিভাগের অন্তর্গত৷ জেলাটির জেলাসদর নূয়াপড়া শহরে অবস্থিত এবং নূয়াপড়া মহকুমা নিয়ে গঠিত৷

নূয়াপড়া জেলা
ନୂଆପଡ଼ା ଜିଲ୍ଲା
ওড়িশার জেলা
ওড়িশায় নূয়াপড়ার অবস্থান
ওড়িশায় নূয়াপড়ার অবস্থান
দেশভারত
রাজ্যওড়িশা
প্রশাসনিক বিভাগদক্ষিণ ওড়িশা বিভাগ
সদরদপ্তরনূয়াপড়া
তহশিল
আয়তন
 • মোট৩,৮৫২ বর্গকিমি (১,৪৮৭ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট৬,১০,৩৮২
 • জনঘনত্ব১৬০/বর্গকিমি (৪১০/বর্গমাইল)
জনতাত্ত্বিক
 • সাক্ষরতা৫৭.৩৫ শতাংশ
 • লিঙ্গানুপাত১০২১
গড় বার্ষিক বৃষ্টিপাত১২৮৬ মিমি
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট
যোগেশ্বর মন্দির

নামকরণ

সম্পাদনা

পৌরাণিক মহাকান্তার রাজ্যের অন্তর্গত বর্তমান নূয়াপড়া জেলার আদিনিবাসী করুয়া সম্প্রদায় নবান্ন উৎসবকে স্থানীয়ভাবে নূয়াঁখাই বলতো৷ ধানের ফলন ও কৃষিভিত্তিক জীবিকার কারণেই মূলত এই নাম যা কালক্রমে নূয়াপড়া নাম পায়৷ []

ইতিহাস

সম্পাদনা

ভূপ্রকৃৃতি

সম্পাদনা

অর্থনীতি

সম্পাদনা

অবস্থান

সম্পাদনা

জেলাটির উত্তরে ছত্তীসগঢ় রাজ্যের মহাসমুন্দ জেলাজেলাটির উত্তর পূর্বে(ঈশান) ওড়িশা রাজ্যের বারগড় জেলাজেলাটির পূর্বে ওড়িশা রাজ্যের বলাঙ্গির জেলাজেলাটির দক্ষিণ পূর্বে(অগ্নি) ওড়িশা রাজ্যের কালাহান্ডি জেলাজেলাটির দক্ষিণে, দক্ষিণ পশ্চিমে(নৈঋত) ও পশ্চিমে ছত্তীসগঢ় রাজ্যের গরিয়াবন্দ জেলাজেলাটির উত্তর পশ্চিমে(বায়ু) ছত্তীসগঢ় রাজ্যের মহাসমুন্দ জেলা[]

জেলাটির আয়তন ৩৮৫২ বর্গ কিমি৷ রাজ্যের জেলায়তনভিত্তিক ক্রমাঙ্ক ৩০ টি জেলার মধ্যে তম৷ জেলার আয়তনের অনুপাত ওড়িশা রাজ্যের ২.৪৭%৷

নূয়াপড়া জেলায় প্রচলিত ভাষাসমূহের পাইচিত্র তালিকা নিম্নরূপ -

২০১১ অনুযায়ী নূয়াপড়া জেলার ভাষাসমূহ[]

  ওড়িয়া (৮১.৭৫%)
  ছত্তীসগঢ়ী (১৫.০৪%)
  হিন্দী (১.৭৩%)
  অন্যান্য (১.৪৮%)

নূয়াপড়া জেলার সিংহভাগ ওড়িয়াভাষী সম্বলপুরি/কোশলি ভাষাতে সাবলীল৷

জনসংখ্যার উপাত্ত

সম্পাদনা

মোট জনসংখ্যা ৫৩০৬৯০(২০০১ জনগণনা) ও ৬১০৩৮২(২০১১ জনগণনা)৷ রাজ্যে জনসংখ্যাভিত্তিক ক্রমাঙ্ক ৩০ টি জেলার মধ্যে ২৫তম৷ ওড়িশা রাজ্যের ১.৪৫% লোক নূয়াপড়া জেলাতে বাস করেন৷ জেলার জনঘনত্ব ২০০১ সালে ১৩৮ ছিলো এবং ২০১১ সালে তা বৃদ্ধি পেয়ে ১৫৯ হয়েছে৷ জেলাটির ২০০১-২০১১ সালের মধ্যে জনসংখ্যা বৃৃদ্ধির হার ১৫.০২% , যা ১৯৯১-২০১১ সালের ১৩.০৪% বৃদ্ধির হারের থেকে বেশি৷ জেলাটিতে লিঙ্গানুপাত ২০১১ অনুযায়ী ১০২১(সমগ্র) এবং শিশু(০-৬ বৎ) লিঙ্গানুপাত ৯৮১৷[]

পরিবহন ও যোগাযোগ

সম্পাদনা

পর্যটন ও দর্শনীয় স্থান

সম্পাদনা

ঐতিহ্য ও সংস্কৃতি

সম্পাদনা

শিক্ষা

সম্পাদনা

জেলাটির স্বাক্ষরতা হার ৪২.০০%(২০০১) তথা ৫৭.৩৫%(২০১১)৷ পুরুষ স্বাক্ষরতার হার ৫৮.৪৬%(২০০১) তথা ৭০.২৯%(২০১১)৷ নারী স্বাক্ষরতার হার ২৫.৭৯%(২০০১) তথা ৪৪.৭৬% (২০১১)৷ জেলাটিতে শিশুর অনুপাত সমগ্র জনসংখ্যার ১৪.৪৭%৷[]

প্রশাসনিক বিভাগ

সম্পাদনা

সীমান্ত

সম্পাদনা

বিশিষ্ট ব্যক্তিবর্গ

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা