নোয়াপাড়া জেলা
নূয়াপড়া জেলা (ওড়িয়া: ନୂଆପଡ଼ା ଜିଲ୍ଲା, প্রতিবর্ণী. নূআপড়া জিল্লা) পূর্ব ভারতে অবস্থিত ওড়িশা রাজ্যের ৩০ টি জেলার একটি জেলা৷ ১৫ই কার্তিক ১৩৫৬ বঙ্গাব্দে(১লা নভেম্বর ১৯৪৯ খ্রিষ্টাব্দ) সম্বলপুর জেলার নূয়াপড়া মহকুমা কালাহান্ডি জেলার সঙ্গে যুক্ত করা হয়৷ আবার ১৩ই চৈত্র ১৩৯৯ বঙ্গাব্দে(২৭শে মার্চ ১৯৯৩ খ্রিষ্টাব্দ) জেলাটির থেকে নূয়াপড়া মহকুমা পৃৃথক করে নতুন নূয়াপড়া গঠন করা হয়৷ জেলাটি ওড়িশার দক্ষিণ ওড়িশা বিভাগের অন্তর্গত৷ জেলাটির জেলাসদর নূয়াপড়া শহরে অবস্থিত এবং নূয়াপড়া মহকুমা নিয়ে গঠিত৷
নূয়াপড়া জেলা ନୂଆପଡ଼ା ଜିଲ୍ଲା | |
---|---|
ওড়িশার জেলা | |
ওড়িশায় নূয়াপড়ার অবস্থান | |
দেশ | ভারত |
রাজ্য | ওড়িশা |
প্রশাসনিক বিভাগ | দক্ষিণ ওড়িশা বিভাগ |
সদরদপ্তর | নূয়াপড়া |
তহশিল | ৫ |
আয়তন | |
• মোট | ৩,৮৫২ বর্গকিমি (১,৪৮৭ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৬,১০,৩৮২ |
• জনঘনত্ব | ১৬০/বর্গকিমি (৪১০/বর্গমাইল) |
জনতাত্ত্বিক | |
• সাক্ষরতা | ৫৭.৩৫ শতাংশ |
• লিঙ্গানুপাত | ১০২১ |
গড় বার্ষিক বৃষ্টিপাত | ১২৮৬ মিমি |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
নামকরণ
সম্পাদনাপৌরাণিক মহাকান্তার রাজ্যের অন্তর্গত বর্তমান নূয়াপড়া জেলার আদিনিবাসী করুয়া সম্প্রদায় নবান্ন উৎসবকে স্থানীয়ভাবে নূয়াঁখাই বলতো৷ ধানের ফলন ও কৃষিভিত্তিক জীবিকার কারণেই মূলত এই নাম যা কালক্রমে নূয়াপড়া নাম পায়৷ [১]
ইতিহাস
সম্পাদনাভূপ্রকৃৃতি
সম্পাদনাঅর্থনীতি
সম্পাদনাঅবস্থান
সম্পাদনাজেলাটির উত্তরে ছত্তীসগঢ় রাজ্যের মহাসমুন্দ জেলা৷ জেলাটির উত্তর পূর্বে(ঈশান) ওড়িশা রাজ্যের বারগড় জেলা৷ জেলাটির পূর্বে ওড়িশা রাজ্যের বলাঙ্গির জেলা৷ জেলাটির দক্ষিণ পূর্বে(অগ্নি) ওড়িশা রাজ্যের কালাহান্ডি জেলা৷ জেলাটির দক্ষিণে, দক্ষিণ পশ্চিমে(নৈঋত) ও পশ্চিমে ছত্তীসগঢ় রাজ্যের গরিয়াবন্দ জেলা৷ জেলাটির উত্তর পশ্চিমে(বায়ু) ছত্তীসগঢ় রাজ্যের মহাসমুন্দ জেলা৷[২]
জেলাটির আয়তন ৩৮৫২ বর্গ কিমি৷ রাজ্যের জেলায়তনভিত্তিক ক্রমাঙ্ক ৩০ টি জেলার মধ্যে তম৷ জেলার আয়তনের অনুপাত ওড়িশা রাজ্যের ২.৪৭%৷
ভাষা
সম্পাদনানূয়াপড়া জেলায় প্রচলিত ভাষাসমূহের পাইচিত্র তালিকা নিম্নরূপ -
নূয়াপড়া জেলার সিংহভাগ ওড়িয়াভাষী সম্বলপুরি/কোশলি ভাষাতে সাবলীল৷
ধর্ম
সম্পাদনাজনসংখ্যার উপাত্ত
সম্পাদনামোট জনসংখ্যা ৫৩০৬৯০(২০০১ জনগণনা) ও ৬১০৩৮২(২০১১ জনগণনা)৷ রাজ্যে জনসংখ্যাভিত্তিক ক্রমাঙ্ক ৩০ টি জেলার মধ্যে ২৫তম৷ ওড়িশা রাজ্যের ১.৪৫% লোক নূয়াপড়া জেলাতে বাস করেন৷ জেলার জনঘনত্ব ২০০১ সালে ১৩৮ ছিলো এবং ২০১১ সালে তা বৃদ্ধি পেয়ে ১৫৯ হয়েছে৷ জেলাটির ২০০১-২০১১ সালের মধ্যে জনসংখ্যা বৃৃদ্ধির হার ১৫.০২% , যা ১৯৯১-২০১১ সালের ১৩.০৪% বৃদ্ধির হারের থেকে বেশি৷ জেলাটিতে লিঙ্গানুপাত ২০১১ অনুযায়ী ১০২১(সমগ্র) এবং শিশু(০-৬ বৎ) লিঙ্গানুপাত ৯৮১৷[৪]
নদনদী
সম্পাদনাপরিবহন ও যোগাযোগ
সম্পাদনাপর্যটন ও দর্শনীয় স্থান
সম্পাদনাঐতিহ্য ও সংস্কৃতি
সম্পাদনাশিক্ষা
সম্পাদনাজেলাটির স্বাক্ষরতা হার ৪২.০০%(২০০১) তথা ৫৭.৩৫%(২০১১)৷ পুরুষ স্বাক্ষরতার হার ৫৮.৪৬%(২০০১) তথা ৭০.২৯%(২০১১)৷ নারী স্বাক্ষরতার হার ২৫.৭৯%(২০০১) তথা ৪৪.৭৬% (২০১১)৷ জেলাটিতে শিশুর অনুপাত সমগ্র জনসংখ্যার ১৪.৪৭%৷[৪]