নুরুল ইসলাম শিশু

বাংলাদেশী রাজনীতিবিদ

নুরুল ইসলাম শিশু বাংলাদেশের একজন সামরিক কর্মকর্তা ও রাজনীতিবিদ। তিনি পাকিস্তান সেনাবাহিনীর একজন অফিসার হিসাবে কতর্বরত অবস্থায় ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। ১৯৭৭ সালে মেজর জেনারেল হিসাবে তিনি বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন। পরবর্তীকালে তিনি রাজনীতিতে অংশগ্রহণ করেন ও রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিসভায় বাংলাদেশ সরকারের বন ও কৃষি মন্ত্রীর দায়িত্ব পালন করেন।[১] তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব ছিলেন।[২]

নুরুল ইসলাম শিশু
বন ও কৃষি মন্ত্রী
কাজের মেয়াদ
১৮ ফেব্রুয়ারি ১৯৭৯ – ১৫ এপ্রিল ১৯৭৯
ব্যক্তিগত বিবরণ
রাজনৈতিক দলবাংলাদেশ জাতীয়তাবাদী দল
সামরিক পরিষেবা
আনুগত্য বাংলাদেশ
শাখা বাংলাদেশ সেনাবাহিনী
পদ মেজর জেনারেল
ইউনিটকর্পোরেশন অব সিগন্যালস

প্রাথমিক জীবন সম্পাদনা

নুরুল ইসলাম শিশুর জন্ম বরিশালে। ১৯৯১ সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ওক‌লাহোমাতে প্রবাস জীবন শুরু করেন।[৩][৪]

কর্মজীবন সম্পাদনা

নুরুল ইসলাম শিশু পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দিয়ে মেজর জেনারেল পদে পৌঁছেছিল। তিনি ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্সে দায়িত্ব পালন করেন।[৫] আইএসআই -এর জন্য তথ্য সংগ্রহের জন্য তাকে পূর্ব পাকিস্তানে পাঠানো হয়েছিল, তিনি গোপনে মুক্তিবাহিনীতে যোগদান করেন এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন।[৬][৭] বাংলাদেশের স্বাধীনতার পর, তিনি মিয়ানমারে বাংলাদেশ দূতাবাসে ডিফেন্স অ্যাটাচি হিসেবে দায়িত্ব পালন করেন।[৮]

১৯৭৬ সালে, তিনি প্রধান সামরিক আইন প্রশাসকের প্রধান সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন।[৩]

তিনি বাংলাদেশ সেনাবাহিনী থেকে ৪০ বছর বয়সে অবসর গ্রহণ করেন, যখন তিনি মেজর জেনারেল পদে ছিলেন।[৯]

রাজনৈতিক জীবন সম্পাদনা

নুরুল ইসলাম শিশু রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠনে এবং দলে রাজনীতিবিদদের নির্বাচন করতে সাহায্য করেছিলেন।[৯] তিনি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিসভায় কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। খালেদা জিয়া পার্টির চেয়ারপারসন হওয়ার পর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন।[২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. জিবলু রহমান। ভাসানী-মুজিব-জিয়া। বাংলাদেশ: শ্রীহট্ট প্রকাশ। পৃষ্ঠা ৪৩৬। আইএসবিএন 9789849302728 
  2. Miller, Norman N. (১৯৮২)। Wild Life--wild Death: Kenya's Man-animal Equation (ইংরেজি ভাষায়)। Universities Field Staff International। 
  3. "Execution of Col Taher, Nurul Islam denies his role in tribunal"দ্য ডেইলি স্টার। ১৪ ফেব্রুয়ারি ২০১১। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০২১ 
  4. "Col Taher's Death Sentence, HC summons Gen Nurul Islam Shishu"দ্য ডেইলি স্টার। ১৯ জানুয়ারি ২০১১। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০২১ 
  5. Sirrs, Owen L. (২০১৬-০৭-০১)। Pakistan's Inter-Services Intelligence Directorate: Covert Action and Internal Operations (ইংরেজি ভাষায়)। Routledge। আইএসবিএন 978-1-317-19609-9 
  6. Franda, Marcus; Franda, Marcus F. (১৯৮২)। Bangladesh, the First Decade (ইংরেজি ভাষায়)। South Asian Publishers। আইএসবিএন 978-0-88333-006-7 
  7. "The symphony of our times"নিউ এজ। ১৬ অক্টোবর ২০১৭। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০২১ 
  8. "TAHER TRIAL'Zia, Sattar, Sayem masterminds'"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১৩ ফেব্রুয়ারি ২০১১। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০২১ 
  9. Economic and Political Weekly (ইংরেজি ভাষায়)। Sameeksha Trust। ১৯৮১।