নুরিয়া দিয়োসদাদো
নুরিয়া দিয়োসদাদো গার্সিয়া (স্পেনীয়: Nuria Diosdado; জন্ম: ২২ আগস্ট ১৯৯০; নুরিয়া দিয়োসদাদো নামে সুপরিচিত) হলেন একজন মেক্সিকীয় সমলয় সাঁতারু, যিনি মেক্সিকোর প্রতিনিধি হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকেন।[২]
ব্যক্তিগত তথ্য | |
---|---|
পূর্ণ নাম | নুরিয়া দিয়োসদাদো গার্সিয়া |
জন্ম | [১] গুয়াদালাহারা, মেক্সিকো | ২২ আগস্ট ১৯৯০
উচ্চতা | ১.৬৯ মিটার (৫ ফুট ৬+১⁄২ ইঞ্চি) |
ক্রীড়া | |
দেশ | মেক্সিকো |
ক্রীড়া | সাঁতার |
ধরন | সমলয় সাঁতার |
দিয়োসদাদো মেক্সিকোর হয়ে ২০১২, ২০১৬, ২০২০ এবং ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছেন।
প্রারম্ভিক জীবন
সম্পাদনানুরিয়া দিয়োসদাদো গার্সিয়া ১৯৯০ সালের ২২শে আগস্ট তারিখে মেক্সিকোর গুয়াদালাহারায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
খেলোয়াড়ি জীবন
সম্পাদনাদিয়োসদাদো মেক্সিকোর প্রতিনিধি হিসেবে ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে সর্বমোট ২টি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।[২]
তিনি ইয়োয়ানা হিমেনেসের সাথে মেক্সিকোর দ্বৈত হিসেবে মহিলাদের দ্বৈত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন;[১] তারা প্রতিযোগিতাটির টেকনিকাল রুটিনে ২৩৮.৯৩৮৩ এবং ফ্রি রুটিনে ২৩২.৬৫৬৩ পয়েন্ট অর্জন করেছিলেন, যার ফলে সর্বমোট ৪৭১.৫৯৪৬ পয়েন্ট নিয়ে তারা ১২তম স্থান অধিকার করেছেন।[৩]
এছাড়াও তিনি রেগিনা আলফেরেস, ফেরনান্দা আরেয়ানো, ইতসামারি গন্সালেস, ইয়োয়ানা হিমেনেস, সামান্তা রোদ্রিগেস, ইয়েসিকা সোব্রিনো এবং পামেলা তোস্কানোর সাথে মেক্সিকোর দল হিসেবে দলগত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন;[৪] প্রতিযোগিতাটিতে তারা সর্বমোট ৮৫৩.৭৯৩২ পয়েন্ট অর্জন করে ৭ম স্থান অধিকার করেছেন; যেখানে টেকনিকাল, ফ্রি এবং অ্যাক্রোব্যাটিক রুটিনে তারা যথাক্রমে ২৪২.৯৪৯১, ৩৪৭.৩৮৭৪ এবং ২৬৩.৪৫৬৭ পয়েন্ট পেয়েছিলেন।[৫]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "Duet – Entry List by Event" [মহিলাদের দ্বৈত – প্রতিযোগিতা অনুযায়ী প্রবেশ তালিকা] (পিডিএফ)। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ১৯ আগস্ট ২০২৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২৪।
- ↑ ক খ "DIOSDADO Nuria" [নুরিয়া দিয়োসদাদো]। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২৪।
- ↑ "Duet – Event Summary" [মহিলাদের দ্বৈত – প্রতিযোগিতার সারাংশ] (পিডিএফ)। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ১৯ আগস্ট ২০২৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২৪।
- ↑ "Team – Entry List by Event" [দলগত প্রতিযোগিতা – প্রতিযোগিতা অনুযায়ী প্রবেশ তালিকা] (পিডিএফ)। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ১৯ আগস্ট ২০২৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২৪।
- ↑ "Team – Event Summary" [দলগত প্রতিযোগিতা – প্রতিযোগিতার সারাংশ] (পিডিএফ)। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ১৯ আগস্ট ২০২৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২৪।
বহিঃসংযোগ
সম্পাদনা- ওয়ার্ল্ড অ্যাকুয়াটিক্সে নুরিয়া দিয়োসদাদো (ইংরেজি)
- অলিম্পিকস.কমে নুরিয়া দিয়োসদাদো (ইংরেজি)
- অলিম্পিডিয়ায় নুরিয়া দিয়োসদাদো (ইংরেজি)