নীহার মুখোপাধ্যায়
নীহার মুখার্জি (১৯২০-২০১০) একজন ভারতীয় রাজনীতিবিদ যিনি ভারতের সমাজতান্ত্রিক ঐক্য কেন্দ্র (কমিউনিস্ট) (SUCI (C)) এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।[১] তিনি ১৯৪৮ সালে দলের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন এবং ১৯৭৬ সালে শিবদাস ঘোষের মৃত্যুর পর সাধারণ সম্পাদক হন।[২] তিনি সংগঠনের অফিসিয়াল সংবাদপত্র সর্বহারা যুগের প্রধান সম্পাদকও ছিলেন।[৩]
নীহার মুখোপাধ্যায় | |
---|---|
সাধারণ সম্পাদক, ভারতের সমাজতান্ত্রিক ঐক্য কেন্দ্র (কমিউনিস্ট) | |
কাজের মেয়াদ ১৯৭৬–২০১০ | |
পূর্বসূরী | শিবদাস ঘোষ |
উত্তরসূরী | প্রভাস ঘোষ |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ১৯২০ ঢাকা, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ইন্ডিয়া |
মৃত্যু | ১৮ ফেব্রুয়ারি ২০১০ কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত |
রাজনৈতিক দল | ভারতের সমাজতান্ত্রিক ঐক্য কেন্দ্র (কমিউনিস্ট) |
বাসস্থান | কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত |
মুখার্জির প্রাথমিক রাজনৈতিক কর্মজীবনের সময়, তিনি অনুশীলন সমিতির একজন নেতা ছিলেন, যেখানে তিনি শিবদাস ঘোষের ঘনিষ্ঠ সংস্পর্শে এসেছিলেন।[৪] ভারত ছাড়ো আন্দোলনের সময় তিনি তিন বছর জেলে ছিলেন।[৫] মুখার্জি পশ্চিমবঙ্গে ঐক্যবদ্ধ বাম গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ১৯৬২ সালে, তিনি জাতীয় নিরাপত্তা আইনে এক বছরের জন্য কারাগারে আটক ছিলেন।[৫] নীহার মুখোপাধ্যায় ১৮ ফেব্রুয়ারি, ২০১০ তারিখে কলকাতায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।[৬] দলটি ৩ মার্চ, ২০১০-এ কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে নীহার মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোক জানাতে একটি বিশাল স্মৃতি সভা করে।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Jayalalithaa burnt in effigy[অধিগ্রহণকৃত!] The Hindu
- ↑ "A Brief Introduction to the Socialist Unity Centre of India"। ২৯ মার্চ ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০০৮।
- ↑ "Proletarian Era"। ২৯ মার্চ ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০০৮।
- ↑ MESSAGE OF CONDOLENCE ON THE PASSING OF COMRADE NIHAR MUKHERJEE
- ↑ ক খ "OBITUARY: NIHAR MUKHERJEE (1920-2010) : INSAF"। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-১০।
- ↑ SUCI General Secretary Nihar Mukherjee demised, Malayala Manorama, 20 February 2010, Page 9